Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৮ বছর পর ভারত-পাক সীমান্তে চাষাবাদ, খুশির হাওয়া কৃষকদের পরিবারে

ভারত : এককালে ভারত-পাক সীমান্তে কাঁটাতারের সামনে বিস্তীর্ণ জমিতে প্রচুর চাষবাস হত। কিন্তু শেষপর্যন্ত সীমান্তে অশান্তি বেড়ে যাওয়ায় ভারতীয় কৃষকদের নিরাপত্তার কথা ভেবে চাষবাস বন্ধ করার নির্দেশ দিতে বাধ্য হয়…

Avatar

ভারত : এককালে ভারত-পাক সীমান্তে কাঁটাতারের সামনে বিস্তীর্ণ জমিতে প্রচুর চাষবাস হত। কিন্তু শেষপর্যন্ত সীমান্তে অশান্তি বেড়ে যাওয়ায় ভারতীয় কৃষকদের নিরাপত্তার কথা ভেবে চাষবাস বন্ধ করার নির্দেশ দিতে বাধ্য হয় প্রশাসন। যার ফলে ১৮ বছর ধরে সেই জমিতে বন্ধ ছিলো চাষবাস। দিনের পর দিন চাষ না করতে পারায় জমিতে গাছপালায় ছেয়ে গেছিলো। কিন্তু এবার আর তা হবেনা,

বিএসএফ-এর ৯৭ ব্যাটলিয়ন-এর সিইও সত্যেন্দ্র গিরি জানিয়েছেন, এই বছর বিএসএফ ও প্রশাসন চাষের কাজ দেখবে। এবার থেকে আবার চাষ শুরু হবে ওই জমিতে, এমনকি পরের বছর থেকে চাষীরা নিজেরাই নিজেদের জমিতে আবার চাষাবাদ শুরু করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিরাপত্তার দিক থেকেও কোন চিন্তার কারণ থাকবে না, বিএসএফ গোটা জিনিসটাই দেখবে বলে আশ্বস্তও করেছে। এমনকি এরমধ্যেই বিএসএফ জওয়ানরা বিস্তীর্ণ জমিতে ট্রাক্টর নামিয়ে চাষের কাজও শুরু করে দিয়েছেন।  বহুদিন প্রায়, ১৮ বছর পর আবার সেই সব জমিতে ট্রাক্টর চলল। এমনকি এই ঘটনার পর

বেজায় খুশি কৃষকদের পরিবারের লোকজন। নতুন করে চাষের কাজ শুরু হওয়ায় তাঁদের আর্থিক অবস্থা কিছুটা ভাল হবে বলে আশা করা যাচ্ছে। সব মিলিয়ে আবার খুব শিগগিরিই আনন্দের দিন ফিরে আসতে চলেছে বলে মত চাষিদের।

About Author