Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২৫ সেপ্টেম্বর থেকে ফের লকডাউন? জানুন কী জানাল কেন্দ্র

নয়াদিল্লি: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমনের সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর হারও। এমন সময় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ফের দেশ জুড়ে লকডাউন হবে বলে জানা গিয়েছে। তবে এ…

Avatar

নয়াদিল্লি: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমনের সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর হারও। এমন সময় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ফের দেশ জুড়ে লকডাউন হবে বলে জানা গিয়েছে। তবে এ খবর শুনে একেবারে ঘাবড়াবেন না। আসলে এটা পুরোটাই গুজব।

সোশ্যাল মিডিয়ায় হওয়া এই জল্পনার অবসান ঘটিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তরফ থেকে জানানো হয়েছে এই পোস্ট বা এই তথ্য পুরোটাই মিথ্যে, বানানো। দেশ জুড়ে কোনওরকম লকডাউন হচ্ছে না বলেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়ায় রটনা হয়েছিল ফের একবার দেশ জুড়ে লকডাউনের সুপারিশ করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। এমনকি তাদের সুপারিশ করা একটি পোস্টের স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়তেই পিআইবি জানিয়ে দেয় যে কোনওরকম ৪৬ দিনের লকডাউন আগামী ২৫ সেপ্টেম্বর থেকে হচ্ছে না। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে এই যে পোস্ট করা হয়েছে, তা পুরোটাই ভুযো ও মিথ্যে। তাই ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই বলেও পিআইবির তরফ থেকে জানানো হয়েছে।

About Author