লাদাখ: ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত। দুই দেশের সেনাদের কড়া প্রহরায় কার্যত ভারত-চিন সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে যতই ভারতীয় সেনা কড়া নজরদারি চালাক না কেন, সেখানে ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে অপটিক্যাল ফাইবার কেবল পাতছে চিনা সেনা।
পূর্ব লাদাখে চিনের অনুপ্রবেশ নিয়ে দু’দেশের মধ্যে এখনও উত্তেজনা যথেষ্ট। যদিও দুই দেশের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। তবুও কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। এরইমধ্যে প্যাংগং লেকের দক্ষিণে এই কেবল নির্ভর যোগাযোগ ব্যবস্থা চিনের ফরওয়ার্ড ট্রুপকে যথেষ্ট সুবিধা পাইয়ে দেবে বলে মনে করা হচ্ছে। দিল্লির সরকারি সূত্রের খবর, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ইতিমধ্যেই এই যোগাযোগ ব্যবস্থা করার জন্য খোঁড়াখুঁড়ি শুরু করেছে পিএলএ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখ্য, মাসখানেক আগে প্যাংগং লেকের উত্তরেও একই ধরনের কেবল পেতেছে চিন। এ নিয়ে চিনা দূতাবাসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া য়ায়নি। প্রাক্তন এক সেনা গোয়েন্দা আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই কেবল চিনের নজরদারি করার ক্ষমতা অনেকটাই বাড়াবে। ওইসব এলাকায় রেডিয়ো সেটে কথা বললেও তা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে সেই সম্ভাবনা একেবারেই নেই। তবে চিনের এই পদক্ষেপ ভারতের পক্ষে কতটা ক্ষতিকারক তার উত্তর দেবে সময়।