এই লক ডাউনে একের পর এক গুডনিউজ আসতে শুরু করে। তেমনই ঠিক কিছুদিন আগেই গুডনিউজ দিয়েছিলেন জনপ্রিয় টেলিভিশন দম্পতি পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুনাল বর্মা। স্বামীর সঙ্গে ‘বেবি বাম্পের’ ছবি শেয়ার করেছিলেন পূজা।আর তাতেই অভিনন্দনে ভেসে গেল পূজার ইনস্টাগ্রাম পেজ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআবারও শেয়ার করলেন বেবিশাওয়ার অনুষ্ঠানের ছবি। হিন্দিতে যাকে বলে Godh Bharai Ceremony আর বাংলায় Sadh celebration। অভিনেত্রী তাঁর এই সাধের অনুষ্ঠান বেশ জাঁকজমক ভাবেই করেছেন। পরিবারের সকলকে নিয়ে বন্ধুবান্দব্দের সঙ্গে জমিয়ে সেলিব্রেট করলেন সাধের অনুষ্ঠান। চলুন দেখে নিই পূজার সাধের অনুষ্ঠানের ছবি।
কাটেন বিভিন্ন ধরনের কেক। হ্যাঁ কেকটি বেশ অভিনব স্টাইলেই বানিয়ে আনেন কুনাল বর্মা। যা দেখে পূজা আচ্ছা করে কান মলে দেন কুণালের।
ব্যাস এইভাবেই ধূমধাম করে সাধের অনুষ্ঠান পালন করলেন পূজা। অভিনেত্রী পূজার এই ছবি পোস্ট করতেই অসংখ্য শুভেচ্ছা পান অভিনেত্রী।