Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাক

এবারের ইউএস ওপেনে ফ্লাশিং মিডোস বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের রং ছড়ালেন নাওমি ওসাকা। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ২০২০ সালের ইউএস ওপেন জিতলেন ২২ বছর বয়সী এই জাপানি টেনিস তারকা। মহিলাদের সিঙ্গলস…

Avatar

এবারের ইউএস ওপেনে ফ্লাশিং মিডোস বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের রং ছড়ালেন নাওমি ওসাকা। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ২০২০ সালের ইউএস ওপেন জিতলেন ২২ বছর বয়সী এই জাপানি টেনিস তারকা। মহিলাদের সিঙ্গলস ফাইনালে আজারেঙ্কাকে ১-৬, ৬-৩,৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন ওসাকা। দু’বছর আগে  ইউএস ওপেন জিতেছিলেন তিনি। তারপর জিতে নেন অস্ট্রেলিয়ান ওপেন। আর এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম জয় ওসাকার।

ইউএস ওপেনে এবার কৃষ্ণাঙ্গদের ওপর জুলুম এবং বর্ণবিদ্বেষের বিরুদ্ধে নিঃশব্দ প্রতিবাদ গড়ে তুলেছিলেন ওসাকা। ইউএস ওপেনের সাতটা ম্যাচেই তিনি নেমেছিলেন বর্ণবিদ্বেষের শিকার হওয়া সাত জনের নামে মাস্ক পরে। আর দ্বিতীয়বার ইউএস ওপেন জেতার পর ওসাকা এই জয় উৎসর্গ করলেন আর এক কৃষ্ণাঙ্গকে। কোবে ব্রায়ান্টের নাম লেখা জার্সি পরে প্রত্যেক ম্যাচে হাজির হন তিনি। এনবিএ কিংবদন্তি কোবে এ বছরই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এদিনের খেতাব জয় তাঁকেই উৎসর্গ করেন জাপানি টেনিস তারকা। একজন ২২ বছর বয়সী খেলোয়াড়ের পক্ষে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এইভাবে লড়াই করাটা খুবই প্রশংসাজনক বলে মনে করছে ক্রীড়ামহল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author