Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফাঁস হল গোপন তথ্য, রিয়ার জবানবন্দিতে উঠে এল আরও এক অভিনেত্রীর নাম, জানুন কে

৮ ই সেপ্টেম্বর রিয়া চক্রবর্তী নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। মাদক সেবন, পাচার ও লেনদেনের জন্য এনসিবি গ্রেফতার করে রিয়া চক্রবর্তী কে। সেদিনই রিয়া ২৫ জন তাবড় তাবড় অভিনেতা প্রযোজকদের…

Avatar

৮ ই সেপ্টেম্বর রিয়া চক্রবর্তী নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। মাদক সেবন, পাচার ও লেনদেনের জন্য এনসিবি গ্রেফতার করে রিয়া চক্রবর্তী কে। সেদিনই রিয়া ২৫ জন তাবড় তাবড় অভিনেতা প্রযোজকদের নাম জমা দিয়েছিলেন এনসিবি-র আধিকারিকদের। এই ব্যপারটি সম্পূর্ণ গোপন রাখে এনসিবি।

কিন্তু খবর কখনো চাপা থাকে না। ৫ জনের নাম প্রকাশে এল। যার মধ্যে সারা আলি খানের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য, সূত্রের খবর। রিয়া জানান ২০১৮ সালে সারা সুশান্তের সঙ্গে বিভিন্ন পার্টি করেছেন। কেদারনাথ শুটিং এর সময় বিভিন্ন হাউস পার্টি এটেন্ড করতেন সারা আলি খান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সারা আলি খান ছাড়াও যেই ৪ জনের নাম উঠে এসেছে তাঁরা হলেন- মুকেশ ছাব্রা (Mukesh Chhabra) সুশান্তের দিল বেচারা মুভির ডিরেক্টর। রকুল প্রীত (Rakul Preet), রোহিণী আইয়ার (Rohini Iyer), সিমোন খাম্বট্ট (Simone Khambatta)। এই ৫ জনকে খুব শীঘ্র সমন পাঠাতে পারে এনসিবি।

About Author