Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোমুত্র পান করে শরীর ফিট রাখেন অক্ষয় কুমার, দেখুন ভিডিও

নাক শিটকাচ্ছেন তো? কোন লাভ নেই। বলিউডের অন্যতম ফিট খিলাড়ি এই গোমূত্রই পান করেছিলেন কোন এক সময়, এবং নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। এইতো কিছুদিন আগেই হাতির মলের চা পান…

Avatar

নাক শিটকাচ্ছেন তো? কোন লাভ নেই। বলিউডের অন্যতম ফিট খিলাড়ি এই গোমূত্রই পান করেছিলেন কোন এক সময়, এবং নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। এইতো কিছুদিন আগেই হাতির মলের চা পান করেন অক্ষয় কুমার, তাও আবার বিয়ার গ্রিলসের সঙ্গে। ভাবা যায়? হ্যাঁ দিব্ব্যি ভাবা যায়। বি টাউনের অন্যতম ‘ফিট’ অভিনেতা প্রাতঃরাশ শুরু করেন পরোটা, সবজি দিয়ে আর সন্ধে সাতটার মধ্যে ডিনার অর্থাৎ নৈশভোজ শেষ করেন। কী থাকে তাঁর প্লেটে? ডিমের সাদা অংশের অমলেট, সবজি ,ডাল ব্যাস গল্প শেষ। হ্যাঁ মাঝে মধ্যে ব্যতিক্রম হয় বটে। তবে এটাই তাঁর রুটিন। ঘুমতে যান রাত দশটার মধ্যে। আপনি কখন ঘুমতে যান? উত্তরটা ব্যক্তিগত।

এই হল খিলাড়ির বাঁধাধরা রুটিন। তাহলে গোমূত্র কখন পান করেন অক্ষয়? উল্লেখ্য,বিয়ার গ্রিলসের সঙ্গে অক্ষয় কুমারের একটি চ্যাট প্রকাশ্যে আসে সম্প্রতি। সেই চ্যাটের মধ্যেই অক্ষয় কুমার এলিফ্যান্ট পুপ টি-এর বিষয়ে বলতে গিয়ে বলেন যে তিনি কোন এক সময় সুস্থ থাকতে গোমূত্র পান করতেন নিয়মিত। অক্ষয়ের মুখে গোমূত্রের প্রসঙ্গ আসতেই তা ভাইরাল হয়। অবশ্য এই চ্যাটের সঙ্গী ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি, যিনি নিজেও কার্যত অবাক হয়ে হাসতে থাকেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

@beargrylls @iamhumaq @discoveryplusindia @discoverychannelin

A post shared by Akshay Kumar (@akshaykumar) on

উল্লেখ্য, ১৪ই সেপ্টেম্বর রাত ৮ টায় সম্প্রচারিত হবে “ইন টু দ্য ওয়াইল্ড”। মূলত ৭টি ভাষায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মিলিয়ে বিশ্বের ৫০টি দেশে সম্প্রচারিত হবে এই শো। কর্নাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে জমিয়ে স্টান্ট করেছেন অক্ষয় বিয়ার গ্রিলেসের সঙ্গে। ওখানেই হাতির মলের চা (এলিফ্যান্ট পুপ টি) পান করেন। ঠিক এই প্রসঙ্গেই গোমূত্র পানের কথা আসে।

About Author