কলকাতা: টিকিট জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হলো পাঁচ জনকে। যাদের পাচ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। রেলের টিকিট জালিয়াতের এই কারবার চলছিলো বহুদিন ধরেই। টিকিট জালিয়াতির কারণে পশ্চিমবঙ্গ থেকে ৫জন মাথা গ্রেফতার হওয়ার পর জানা গিয়েছে রেড মির্চি নামক একটি সফটওয়্যার ব্যবহার করে চালানো হচ্ছিলো এই টিকিট জালিয়াতি।
এর পাশাপাশি আরো জানা গিয়েছে রিয়েল ম্যাঙ্গো নামক আরো একটি সফটওয়্যারও আছে। গ্রেফতার করা হয়েছে শুভেন্দু বিশ্বাস ওরফে ম্যাঙ্গো স্যার, রেহান খান ওরফে শামসের আনসারি, রাহুল রায় ও চন্দ্র গুপ্ত, সুবীর বিশ্বাস ওরফে অমিত রায় ওরফে মাটিয়ার খান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই সফটওয়্যার ও টিকিট বিক্রির দায়িত্বে ছিলেন সুবীর বিশ্বাস ওরফে অমিত রায় ওরফে মাটিয়ার খান। চন্দ্র গুপ্ত ছিলেন অ্যাডমিন ও সিস্টেম ডেভলপার এবং রাহুল রায় ছিলেন বিজনেস ম্যানেজার। এভাবে দিনেরভ পর দিন চলে এসেছে রেল টিকিটের জালিয়াতি। যাতে কার্যত চিন্তায় দেশের সাধারণ মানুষ।