Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কঙ্গনার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ! খতিয়ে দেখবে মুম্বই পুলিস

কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, "কঙ্গনা একসময় প্রতিদিন হ্যাশ খাওয়াতেন সকলকে, তবে শুধু হ্যাশ নয়, তার সঙ্গে কোকেন দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন কঙ্গনা।" এবারে সুমনের এই উক্তিকে ঘিরেই…

Avatar

কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “কঙ্গনা একসময় প্রতিদিন হ্যাশ খাওয়াতেন সকলকে, তবে শুধু হ্যাশ নয়, তার সঙ্গে কোকেন দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন কঙ্গনা।” এবারে সুমনের এই উক্তিকে ঘিরেই কঙ্গনার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ আনে মুম্বাই পুলিশ। এই বলিউড কুইন কখনও মাদক সেবনে আসক্ত ছিলেন কি না, সে বিষয়ে খতিয়ে দেখতে মহারাষ্ট্র সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে মুম্বই পুলিসক।
কঙ্গনার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ! খতিয়ে দেখবে মুম্বই পুলিস

এবারে কঙ্গনা রানাউতের বন্ধু ও অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। কঙ্গনার ইতিহাস ঘেঁটে জানার চেষ্টা করবে মুম্বাই পুলিশ। তবে এই ব্যপারে আবারও মুখ খুলেছেন কঙ্গনার প্রাক্তন অধ্যয়ন সুমন। কী বললেন অধ্যয়ন চলুন শুনে নিই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

????? please don’t drag my name in toxicity and negativity !

A post shared by TINKA SINGH (@adhyayansuman) on

২০১৬ র ইন্টারভিউ নিয়ে তিনি বলেছেন। অধ্যয়ন জানান এটা তাঁর ডার্ক পাস্ট। সেই পাস্টে আমাকে নিয়ে যাবেন না। আমার নাম এই স্ক্যান্ডালে নেবেন না। কঙ্গনার সঙ্গে আমার কোন সম্পর্ক ছিল না ও হবেও না। তবে কঙ্গনা আর আমার ফাইট একই। আমরা জাস্টিস ফর সুশান্তের জন্য আছি।

উল্লেখ্য, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সম্প্রতি বিধানসভার বাইরে দাঁড়িয়ে জানান, কঙ্গনার বিরুদ্ধে তদন্ত হবে মাদক যোগ নিয়ে। এমনকী, কঙ্গনা কখনও অধ্যয়নকে মাদক সেবনের জন্য জোরাজুরি করেছেন কি না, তাও খতিয়ে দেখা হবে। অর্থাৎ কঙ্গনা শিবসেনার লড়াই এখন তুঙ্গে। কেউ কাউকে ছেড়ে দেবার পাত্র নন। অবশ্য এখনও পর্যন্ত কঙ্গনা এর উত্তর দেননি। তবে কঙ্গনা বহুবার তাঁর ডার্ক পাস্টের কথা বলেছেন জনসমক্ষে।

About Author