শ্রীনগর: কাশ্মীরে জঙ্গি, পুলিশ ও সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ অব্যাহত। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নারবাল গ্রামের সুখনাগ নালা কাওসা এলাকায়। সূত্রের খবর, গুলি চলাকালীন এক জঙ্গি একটি নর্দমায় ঝাঁপ দেয়। যার ফলে জঙ্গির মৃত্যু হয়।
এই জঙ্গী জেএমবির সদস্য বলে জানা গিয়েছে। তিন সদস্যের কাছ থেকে বিস্ফোরক বোঝাই একটি ব্যাগ উদ্ধার হয়েছে। সেই ব্যাগ থেকে একটি ম্যাগাজিন, একটি চাইনিজ গ্রেনেড, একটি ছুরি, দুটি মোবাইল ফোন, একটি ফেরান (কাশ্মীরী গাউন) উদ্ধার হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, এর আগেও তিন দিন আগে কাওসা বুদগাঁও এলাকায় এনকাউন্টার চলাকালীন নিজেকে বাঁচিয়ে পালিয়েছিল এই জঙ্গি। এরপর বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী জঙ্গিকে আটক করার জন্য নারবাল গ্রামে যান। আর সেখান থেকেই সংঘর্ষ শুরু হয় দু’পক্ষের মধ্যে।