Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গ্রেট বালা সাহেব ঠাকরে আমার অন্যতম প্রিয় আইকন : কঙ্গনা রানাউত

বালা সাহেব ঠাকরের শিবসেনা কে 'সনিয়া-সেনা' বলে কটাক্ষ রানাউতের। বলিউড কুইন সম্প্রতি ট্যুইট করে লেখেন, 'যে বিচার নিয়ে বালা সাহেব ঠাকরে শিবসেনার জন্ম দিয়েছিলেন, আজ তা আর নেই।' একটি সর্বভারতীয়…

Avatar

বালা সাহেব ঠাকরের শিবসেনা কে ‘সনিয়া-সেনা’ বলে কটাক্ষ রানাউতের। বলিউড কুইন সম্প্রতি ট্যুইট করে লেখেন, ‘যে বিচার নিয়ে বালা সাহেব ঠাকরে শিবসেনার জন্ম দিয়েছিলেন, আজ তা আর নেই।’ একটি সর্বভারতীয় গণমাধ্যমে বালা সাহেব ঠাকরের একটি ইন্টারভিউ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেন। শিবসেনা প্রতিষ্ঠাতা ও প্রধান তাঁর আইকন এটাই জানিয়েছেন কঙ্গনা এই ইন্টারভিউটি প্রকাশ করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বালাসাহেব ঠাকরে ১৯৬৬ সালে ১৯ জুন শিবসেনা গঠন করেন। এরপর এই শিব সেনা ক্রমশ শক্তিশালি হয়ে ওঠে। বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যার সঙ্গেই সংঘাতে জড়িয়েছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। যেই সংঘাত আদালত পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যে কঙ্গনার আবারও বিস্ফোরক উক্তি। এবারে তিনি জানান বালা সাহেব ঠাকরের হলেন তাঁর আইকন। কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি সোনিয়া সরকারকে। কঙ্গনা জানান, “আপনি পশ্চিমে বড় হয়ে এখানে ভারতে বসবাস করেছেন। আপনি নারীদের সংগ্রাম সম্পর্কে সচেতন হতে পারেন। ইতিহাস যখন আপনার নিজের সরকার নারীদের হয়রানি করছে এবং আইন শৃঙ্খলা রক্ষার সম্পূর্ণ বিদ্রূপ নিশ্চিত করছে তখন ইতিহাস আপনার নীরবতা এবং উদাসীনতার বিচার করবে। ”

এখানেই থামেননি কঙ্গনা। এবারে আরও সরাসরি বিদ্ধ করলেন কঙ্গনা সোনিয়া গান্ধী-কে। কঙ্গনা প্রশ্ন রেখেছেন, “আপনি কি আপনার সরকারকে ডঃ আম্বেদকর কর্তৃক প্রদত্ত সংবিধানের নীতিমালা বহাল রাখতে অনুরোধ করতে পারবেন না?”

About Author