পশ্চিমবঙ্গ : ১৬০টি দেশের তরফে মোট ১৬০০টি প্রকল্পের মধ্যে প্রতিযোগিতার ভার্চুয়ালি ফলাফল ঘোষণা করা হয়েছে গত ৭ই সেপ্টেম্বর। আর এই প্রতিযোগিতায় সেরা তকমা পেলো বাংলার “সবুজ সাথী প্রকল্প”। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে যেসব সরকারি প্রকল্প চালু রয়েছে, তার মধ্যে থেকে সেরা প্রকল্পগুলিকে বেছে নিয়ে পুরস্কার দেয় রাষ্ট্রসংঘ।
ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড নামক এই বিশেষ খেতাব জিতে নিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের “সবুজ সাথী প্রকল্প”। গত বছরও রাষ্ট্রসংঘে পুরস্কার জিতেছিল “সবুজ সাথী”।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে এই খেতাব জিতেছে অন্য আরেক প্রকল্প। রাজ্যের বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, ফোন রিপেয়ারিং, টেলারিং, টিভি-ফ্রিজ সারানোসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে যার নাম “উৎকর্ষ বাংলা”। সব মিলিয়ে এই বিশেষ প্রকল্পকেও রাষ্ট্রসঙ্ঘের সেরা পুরস্কার খেতাবের আয়ত্ত করা হয়েছে। আর রাষ্ট্রসঙ্ঘের এই বিশেষ খেতাব, বাংলার মানকে বিশ্বের দরবারে বাড়াবে বলে মত মমতা বন্দ্যোপাধ্যায়ের।