Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুভশ্রীর কপালে চুমু এঁকে দিলেন রাজ, ঝড় তুলল ভালোবাসার, ভাইরাল ভিডিও

‘তোমার ছোঁয়াতেই পরিণীতা হয়েছি আমি', রাজকে ঠিক এটাই লিখেছিলেন বাংলার অভিনেত্রী শুভশ্রী। সোহিনী সেনগুপ্তর কাছে অভিনয়ের ক্লাস করে, জিম করে একেবারে স্কুল গার্লের ছদ্মবেশ নিয়ে রাজের হাত ধরে মাঠে নেমেছিলেন।…

Avatar

‘তোমার ছোঁয়াতেই পরিণীতা হয়েছি আমি’, রাজকে ঠিক এটাই লিখেছিলেন বাংলার অভিনেত্রী শুভশ্রী। সোহিনী সেনগুপ্তর কাছে অভিনয়ের ক্লাস করে, জিম করে একেবারে স্কুল গার্লের ছদ্মবেশ নিয়ে রাজের হাত ধরে মাঠে নেমেছিলেন। অনস্ক্রিনে মেহুল আর বাবাইদার ভালোবাসা আজকেও হিট। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর মুভিটি সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ভীষণ ভাবে হিট হয় মেহুল-বাবাইদার ভালোবাসা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ গেল অফস্ক্রিন রোম্যান্স। অনস্ক্রিনেও চুটিয়ে প্রেম করছেন রাজ-শুভশ্রী। মাত্র ১৭ বছর বয়সে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। তারপর থেকেই একের পর এক ছবি করেন। এমনকি রাজ চক্রবর্তীর হাত ধরে দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ’ এবং অন্যান্য ছবিতে অভিনয় করে তিনি শিরোনামে আসেন। ব্যাস, প্রেম শুরু আর এই দুইজন বিয়েও করে ফেলেন ৭ মার্চ, ২০১৮। ঠিক দেড় বছরের মধ্যেই এই দম্পতি শোনান তাঁদের গুডনিউজ। খুব শীঘ্র মা হতে চলেছেন পরিণীতা। তবে এই মাতৃত্বেও, রাজ-শুভশ্রীর প্রেম আর বাণিজ্য দুইই জমজমাট। সম্প্রতি একটি বানিজ্যিক সংস্থার উদ্যোগে একটি ভিডিওতে আসেন এই রোম্যান্টিক জুটি। একে অপরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কপালে চুম্বন এঁকে দিয়েছেন কখনো বা কাঁধে হাত রেখে ভরসাও জুগিয়েছেন। চলুন দেখে নিই, রাজ-শুভশ্রীর সেই ভালোবাসার ভিডিও যা ইতিমধ্যেই ভাইরাল।

About Author