Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রয়াত সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর গ্রেফতারির পরে কী বলছে বি-টাউন?

বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর আশঙ্কাকে সত্যিতে রূপ দিয়েছে এনসিবি। রিয়া চক্রবর্তীর বাবা সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন,‘‘আমি নিশ্চিত, এর পরে আমার মেয়ের পালা।’’ সৌভিক চক্রবর্তী গ্রেফতার হওয়ার পরেই ইন্দ্রজিৎ চক্রবর্তী এই কথা বলেন।…

Avatar

বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর আশঙ্কাকে সত্যিতে রূপ দিয়েছে এনসিবি। রিয়া চক্রবর্তীর বাবা সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন,‘‘আমি নিশ্চিত, এর পরে আমার মেয়ের পালা।’’ সৌভিক চক্রবর্তী গ্রেফতার হওয়ার পরেই ইন্দ্রজিৎ চক্রবর্তী এই কথা বলেন। গত মঙ্গলবার ম্যারাথন জেরায় রিয়া চক্রবর্তী স্বীকার করেন যে তিনি মাদক নিতেন, রাখতেন এবং কিনতেন। এরপরেই বিভিন্ন প্রমাণসহ রিয়াকে গ্রেফতার করে এনসিবি। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে থাকবেন রিয়া চক্রবর্তী ও বাকি অভিযুক্ত বাইকুলার জেলে। কিন্তু এই সবের পরেও বলিউড কি বলছে? চলুন এক এক করে দেখে নিই।

সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে লেখেন, ‘কোনও কিছুই দৈবযোগে বা অদৃষ্টের জন্য হয় না। মানুষ কর্মের জোরে তার ভাগ্য তৈরি করে। এটাই কর্মফল।’’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শেখর সুমন লিখেছেন, ‘‘অপরাধ দমনের প্রথম পদক্ষেপ করা হল।’’

প্রযোজক প্রীতীশ নন্দী টুইটে লিখেছেন, ‘‘রিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ হয়নি। খুন? প্রমাণ নেই। খুনে প্ররোচনা? প্রমাণ নেই। ১৫ কোটি টাকা চুরি? প্রমাণ নেই তারও। তবে পড়ে থাকে কী? মাদক…’’

পরিচালক হনসল মেহতার টুইট, ‘‘এ বার #জাস্টিসফরগাঁজা ট্রেন্ড শুরু করা যাক।’’

অভিনেত্রী বিদ্যা বালান ইন্সটাগ্রামে, রিয়ার টিশার্টে লেখাটিকে তলে ধরে পোস্ট করেন, “গোলাপের রং লাল, ভায়োলেট নীল, এসো পুরুষতন্ত্রকে ধ্বংস করি, তুমি আর আমি”। শুধুমাত্র বিদ্যা বালান নয়, অনুরাগ কাশ্যপ, রাধিকা আপ্টে, সোনম কপূর, দিয়া মির্জ়া, সায়নী গুপ্তরা একই পোস্ট করেন।

View this post on Instagram

#JusticeForRhea ☀️

A post shared by Vidya Balan (@balanvidya) on

About Author