অঙ্কিতা লোখণ্ডে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী। রিয়ার গ্রেফতারির পর ট্যুইট করে অঙ্কিতা বলেন, “ভাগ্যক্রমে কিছুই ঘটে না। আপনি আপনার কর্ম দ্বারা নিজের ভাগ্য তৈরি। এটাই কর্মা।”
JUSTICE ⚖️ pic.twitter.com/O5aRCirGPD
— Ankita lokhande (@anky1912) September 8, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখ্য, সুশান্তের সঙ্গে অঙ্কিতার সম্পর্ক ছিল টানা ছয় বছর। একবার এক সাক্ষাৎকারে, সুশান্ত তাঁর মনোবিদকে জানিয়েছিলেন, অঙ্কিতা কেবল তাঁর প্রেমিকা বা স্ত্রীই ছিলেন না বরং, অঙ্কিতা তাঁকে মায়ের মত আগলেও রাখতেন। এমনকি, বিচ্ছেদের পর সুশান্ত জানিয়েছিলেন অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ ছিল তাঁর সব থেকে বড় ভুল।