Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কঙ্গনাকে Y প্লাস সিকিউরিটি মানে অর্থের অপচয়ঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কেন একজন বলিউডের তারকা হিসেবে সিআরপিএফ-এর নিরাপত্তা পাবেন কঙ্গনা? এই নিয়েই প্রশ্ন ছোঁড়েন কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। সামান্য ‘টুইট করে…

Avatar

মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কেন একজন বলিউডের তারকা হিসেবে সিআরপিএফ-এর নিরাপত্তা পাবেন কঙ্গনা? এই নিয়েই প্রশ্ন ছোঁড়েন কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। সামান্য ‘টুইট করে সময় কাটানো’ বলিউড তারকাদের ওয়াই প্লাস নিরাপত্তা দিয়ে কেন অযথা অর্থের অপচয় করা হচ্ছে, এই নিয়ে সরব হন মহুয়া মৈত্র খোদ ট্যুইটারেই।

তৃণমূলের এই সাংসদ নিজেও ট্যুইট করেই জানান, “ভারতে প্রতি এক লক্ষ জনসংখ্যায় ১৩৮ জন পুলিশ রয়েছেন। সাধারণ মানুষকে পুলিশি নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের ৭১টি দেশের মধ্যে নীচের দিক থেকে ভারত পঞ্চম স্থানে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, এর চেয়ে ভাল কোনও কাজে কি সরকারি অর্থ ব্যবহার করা যেত না?”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার ছাড়াও কঙ্গনার নিরাপত্তায় কম্যান্ডো সহ ১১জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন৷ ঠিক এখানেই বিজেপি সরকারকে খোঁচা দেন তৃণমূলের সাংসদ। প্রসঙ্গত, Y প্লাস হল তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়। এই শ্রেণীর নিরাপত্তায় ১১জনের মতো নিরাপত্তা কর্মী নিযুক্ত থাকে যাদের মধ্যে এক থেকে দুই জন NSG কমান্ডো এবং বাকিরা হয় পুলিশের দক্ষ কর্মী। উল্লেখ্য, এই মুহূর্তে দেশের প্রধান বিচারপতি এসএ বোবডে এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী ওয়াই প্লাস নিরাপত্তা পান। সেক্ষেত্রে একজন বলিউডের অভিনেত্রী কেন ওয়াই প্লাস সিকিউরিটি পেতে পারেন সেই ব্যপারেই তীব্র সমালোচনা করেন তৃণমূলের সাংসদ। তাঁর মতে, ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করে আসলে অর্থের অপচয় করছে কেন্দ্রীয় সরকার৷

About Author