গতকালই একটি পুরোনো ছবিতে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী কাজল ও তাঁর মেয়ে নাঈসা। ছবিটিতে দুজনকেই খুশি দেখা গিয়েছিল। আসলে ২০১৮ সালে সিঙ্গাপুরে মাদাম তুসোঁর মিউজিয়ামে কাজলের মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে লাল কার্পেটে প্রথমবার মায়ের সঙ্গে হাঁটার সুযোগ পেয়েছিলেন নাঈসা।
সেই আনন্দময় মুহূর্তের ছবিটির রেশ কাটতে না কাটতেই এবার সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হলেন নাঈসা। তবে এবার বাবা অজয় দেবগণের সঙ্গে এক ফ্রেমে। এই ছবিটিও পুরোনো কোনো ঘরোয়া অনুষ্ঠানের বলে অনুমান করা হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowছবিটিতে নাসা ফুলকাটা কালো রঙের একটি শর্টসে বাবার সঙ্গে ছবি তুলেছেন। এলো চুলে হালকা মেক আপে নাঈসার এই লুক নেটিজেনদের মধ্যে জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই।