Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্ত ভক্তদের উদ্দেশ্যে কী বললেন রিয়ার বাবা? জানুন

মাদক যোগের প্রমাণ হাতে পেয়ে এনসিবি ইতিমধ্যেই গ্রেফতার করেছে রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে রিয়াকে। সূত্রের খবর, আজ রিয়ার গ্রেফতারের সম্ভাবনা…

Avatar

মাদক যোগের প্রমাণ হাতে পেয়ে এনসিবি ইতিমধ্যেই গ্রেফতার করেছে রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে রিয়াকে। সূত্রের খবর, আজ রিয়ার গ্রেফতারের সম্ভাবনা প্রবল।

ইতিমধ্যে সৌভিকের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন সৌভিক ও রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। সুশান্তপ্রেমীদের উদ্দেশ্যে কটাক্ষ করে তাঁর বক্তব্য,’অভিনন্দন ভারত, তুমি আমার ছেলেকে গ্রেফতার করেছ। আমি নিশ্চিত এরপর আমার মেয়ের পালা। আমি জানি না তারপর কে। তুমি সক্রিয় ভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করেছ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে অবশ্যই, ন্যায়বিচারের জন্য সমস্ত কিছুই ন্যায়সঙ্গত। জয় হিন্দ।’উল্লেখ্য, রিয়ার হোয়াটসাপ চ্যাট থেকে প্রমাণ পাওয়া গেছে রিয়া ও তাঁর ভাই তাদের বাবার জন্য মাদক আনাতেন।

About Author