Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার, এবার বিনামূল্যে ডাক্তার দেখান ই-চেম্বারে

কলকাতা: দিনদিন রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। করোনা পরিস্থিতির জেরে অনেক চিকিৎসকরা তাদের চেম্বারে বসছেন না। এমনকি যেসব চিকিৎসকরা চেম্বারে বসছেন, সেখানে রোগীরাও চিকিৎসা করাতে যেতে চাইছেন না। এমন পরিস্থিতিতে…

Avatar

কলকাতা: দিনদিন রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। করোনা পরিস্থিতির জেরে অনেক চিকিৎসকরা তাদের চেম্বারে বসছেন না। এমনকি যেসব চিকিৎসকরা চেম্বারে বসছেন, সেখানে রোগীরাও চিকিৎসা করাতে যেতে চাইছেন না। এমন পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। আজ, শনিবার থেকে kmc,janupchar.com নামে একটি ওয়েব পোর্টাল খুলেছে কলকাতা পুরসভা। সেখানে ই-চেম্বারে বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে সাধারণ মানুষ।

কলকাতা পুরসভা এবং আইএমএ রাজ্যসভার যৌথ উদ্যোগে এই পোর্টাল তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এই পোর্টালের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে কলকাতায় থাকা ৩৫ জন খ্যাতনামা চিকিৎসকদের কাছ থেকে ভার্চুয়ালি পরামর্শ নিতে পারবেন রোগীরা। এখন ৩৫ জন চিকিৎসক থাকলেও পরবর্তীকালে ধাপে ধাপে সেই সংখ্যা একশোতে নিয়ে পৌছে যেতে চায় কলকাতা পুরসভা। সপ্তাহের যে কোনও একদিন এক ঘন্টা করে এই ভার্চুয়াল চেম্বারে রোগী দেখবেন চিকিৎসকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রোগী দেখে প্রত্যেক চিকিৎসক একটি করে ই-প্রেসক্রিপশনে দেবেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বা ইনজেকশন নিতে হবে রোগীদের। এই ভার্চুয়াল প্রক্রিয়া হবে বিনামূল্যে। এর জন্য রোগীদের কোনও খরচ করতে হবে না। শুধুমাত্র রোগীর কাছে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা থাকলেই তারা ভার্চুয়াল চেম্বারে নিজেদের দেখাতে পারবেন বলে জানা গিয়েছে। করোনা মহামারীর সময় যখন অন্যান্য রোগীর চিকিৎসা নিয়ে মানুষ জেরবার, তখন কলকাতা পুরসভার এ হেন অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে অনেকে।

About Author