ঐন্দ্রিলা-অঙ্কুশের সম্পর্কের কথা টলি মহলে কারও অজানা নয়। এই দুইজনের লাভ স্টোরি বেশ চর্চিত। কখনো এরা একসঙ্গে ঘুরতে যাচ্ছে, কখনো একসঙ্গে খুনসুটি করছে তো কখনো মজা করছে। কিন্তু যতবার বিয়ের কথা বলা হয়েছে, এই দুজন বেশ নাটকীয় ভাবেই এড়িয়ে গেছেন। এইতো কিছু মাস আগেই ১৪ ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিন গদগদ হয়ে ঐন্দ্রিলা অঙ্কুশকে শুভেচ্ছা জানান, ‘তোমার জীবনে অনেক সাফল্য এবং খুশি কামনা করি। শুভ জন্মদিন।’ এরপর লকডাউনে একসঙ্গেই কাটান এই দুই কপত-কপতি। কিন্তু যতই একসঙ্গে সময় কাটাক এই দুই জুটি, একসঙ্গে কখনো পর্দায় কাজ করেননি। তাই দর্শকদের অনুরোধ রাখতেই ঐন্দ্রিলা-অঙ্কুশ আসতে চলেছে বড় পর্দায়। পরিচালক রাজা চন্দ আগামী ছবি ম্যাজিক-এ জুটি হিসাবে দেখা যাবে তাঁদের। অবশ্য, এই ছবিতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী পায়েলক সরকারকেও। সম্প্রতি সম্পন্ন হল ছবির শুভ মহরৎ। শ্যুটিং চলছে, আগামী বছর মুক্তি পেতে পারে এই মুভিটি।
Shoot starts today..need love & blessings from everyone ??#MAGIC pic.twitter.com/ODV2RXymcL
— Oindrila Sen (@Love_Oindrila) August 6, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅঙ্কুশের সঙ্গে প্রথমবার ছবিতে কাজ করতে চলেছেন’ফাগুন বউ’ এর ঐন্দ্রিলা সেন। এরইমধ্যে, ঐন্দ্রিলা তাঁর নিজের কিছু ছবি পোস্ট করেছেন, আর তা দেখেই ভক্তরা অনুমান করছেন যে ঐন্দ্রিলাকে বেশ গ্ল্যামারাস লুকেই দেখা যাবে। চলুন দেখে নিই ঐন্দ্রিলার কিছু ছবি।