Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার থেকে শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক, জানিয়ে দিল নবান্ন

কলকাতা: করোনা পরিস্থিতির আগে সাধারণত শনিবার খোলা থাকত ব্যাঙ্ক। শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকত পরিষেবা। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ লকডাউনের পর যখন ব্যাঙ্ক খোলা হল, তখন…

Avatar

কলকাতা: করোনা পরিস্থিতির আগে সাধারণত শনিবার খোলা থাকত ব্যাঙ্ক। শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকত পরিষেবা। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ লকডাউনের পর যখন ব্যাঙ্ক খোলা হল, তখন সপ্তাহে মাত্র পাঁচদিন ব্যাঙ্ক খোলা থাকবে এবং প্রতি সপ্তাহে শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে এমনটাই নির্দেশ দিয়েছিল নবান্ন। কিন্তু নিজেদের দেওয়া সেই সিদ্ধান্ত থেকে সরে এল রাজ্য সরকার। আজ, শুক্রবার এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, আগের মত স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতি শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক শুধুমাত্র আগের মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক

শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ‘গত ২০ জুলাই একটি নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছিল মাসের প্রতি শনি ও রবিবার রাজ্যের সব ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু বর্তমানে সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। সেইমতো কনটেইনমেন্ট জোনের বাইরে রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা আগের মতো মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং যদি কোনও শনিবার জাতীয় ছুটি (National Holiday) থাকে, তাহলে সেদিন বন্ধ থাকবে। বাকি শনিবারে ব্যাঙ্কের পরিষেবা দেওয়া হবে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার থেকে শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক, জানিয়ে দিল নবান্ন

আগামিকাল চলতি মাসের প্রথম শনিবার। তাই নির্দেশিকা অনুযায়ী আগামিকাল খোলা থাকবে ব্যাঙ্ক। তবে এই নির্দেশিকায় শনিবার ব্যাঙ্ক খোলার কথা বলা হলেও ব্যাঙ্ক খোলার সময়সীমা আগের মত থাকবে নাকি করোনা পরিস্থিতিতে এখন যেমন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত আছে সেইটাই বজায় থাকবে তা নিয়ে কিছু জানানো হয়নি। আর যেহেতু সময় নিয়ে কিছু বলা হয়নি, যেহেতু সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে বলেই মনে করা হচ্ছে।

About Author