Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আপনি কোন স্পোর্টস ব্রা – তে স্বাচ্ছন্দ্য? ছবিতে ছবিতে রইল ৫ জন সেরা অভিনেত্রীর ওয়ার্কআউটের ভিডিও ও ছবি

সিনেমা জগতে পদার্পণ করতে চাইলে প্রথম শর্ত হল ছিপছিপে গড়ন। মুখশ্রী যেমনই হোক না কেন, স্লিম ফিট না হলে নো চান্স। এই যেমন ধরুন নবাব কন্যা সারা আলি খান, তাঁর…

Avatar

সিনেমা জগতে পদার্পণ করতে চাইলে প্রথম শর্ত হল ছিপছিপে গড়ন। মুখশ্রী যেমনই হোক না কেন, স্লিম ফিট না হলে নো চান্স। এই যেমন ধরুন নবাব কন্যা সারা আলি খান, তাঁর আগের ওজন কত ছিল? ৯০ এর উপরে। সেখানে এখন সারা ছিপছিপে সুন্দরী। বর্তমানে সারা সমুদ্র সৈকতে তাঁর ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বেড়াতে গেছেন, কিন্তু ওয়ার্কআউট একদম মিস করেন না। পারলে সুইমিং পুলের সামনে দাড়িয়েও সেরে নিতে পারেন সকালবেলার এক্সারসাইজ বা যোগা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর আসি নবাব পত্নীতে। আপনার প্রিয় অভিনেত্রী করিনা কাপুর এখন দ্বিতীয় সন্তান আসাতে ব্যস্ত। করছেন হালকা শরীর চর্চা, কিন্তু এর আগে রীতিমত কসরত করতেন অভিনেত্রী।

এবারে আসতে চলেছেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। সম্প্রতি মা হতে চলেছেন এই অভিনেত্রী। ২০২১ এর জানুয়ারিতেই দিতে চলছেন সুসংবাদ। কিন্তু, এই অভিনেত্রী বিরাট কে সবসময় টক্কর দিয়ে নিজের মেজাজে শরীর চর্চা করেন। চলুন দেখে নিই তাঁর স্পোর্টস ব্রা পরিহিত কিছু ছবি।

জ্যাকলিন বরাবর ফিটনেস ফ্রিক। তাই তাঁর কথা নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি তাঁকে সলমন খানের সঙ্গে একটি মিউজিক ভিডিও এল্ব্যামে দেখা যায়। এরপর খুব শীঘ্র ‘ভূত পুলিশ’ মুভিতেও দেখা যাবে। চলুন জ্যাকলিনের স্পোর্টস ব্রা পরিহিত কিছু এক্স্রাসাইজের ভিডিও দেখে নিই।

এবার থামতে হবে মালাইকাতে। হ্যাঁ বছর ৪৬ এর এই অভিনেত্রী এখনও গ্ল্যামারে ও ফিটনেসে অনেককে টেক্কা দিতে পারেন। সম্প্রতি ওনাম সেলিব্রেশনে পরিবারের সঙ্গে উদযাপন করেন এই রীতি। নিজের অনেক ছবিও পোস্ট করেছিলেন। প্রায় ২৫ বা ২৬ রকমের খাবার সাজিয়ে সপরিবারে সেলিব্রেট করেছিলেন মালাইকা আরোরা এই অনুষ্ঠান। চলুন দেখে নিই তাঁর ফিটনেসের কিছু ঝলক।

এবার বলুন আপনার কার ওয়ার্কআউট জবরদস্ত লেগেছে, আর আপনার ওয়ারড্রবে কোন স্পোর্টস ব্রা টি আছে?

About Author