প্যারিস: করোনার থাবা থেকে রেহাই পেলেন না বিশ্বের তারকা ফুটবলার নেইমার। বৃহস্পতিবার এ খবর প্রকাশ্যে আসা মাত্র দুশ্চিন্তার ভাঁজ পড়েছে নেইমার ভক্তদের কপালে। শুধু তিনিই নন, পিএসজির আরও দুই ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ান্দ্রো পারদেজও করোনায় আক্রান্ত হয়েছেন।
যদিও নেইমার হাসপাতালে চিকিৎসাধীন নাকি হোম কোয়ারান্টিনে রয়েছেন, সে প্রসঙ্গে সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, দলের তিন ফুটবলারের করোনা পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদেরকে দ্রুত চিকিৎসার করার পরামর্শ দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশুধু তাই নয়, পিএসজির অন্যান্য ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। এমনকি প্রত্যেককে আপাতত কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফুটবল বিশ্বে এই খবর ছড়িয়ে পড়া সত্ত্বেও এখনও পর্যন্ত নেইমারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কোনও কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলকে বিরাট সাফল্য এনে দিয়ে ফাইনালে তুলেছিলেন নেইমার। যদিও জার্মানির বায়ার্ন মিউনিখের কাছে হার স্বীকার করতে হয়েছিল পিএসজিকে। তবে নেইমার সহ দলের তিন ফুটবলারের করোনা পজিটিভ হওয়ায় চিন্তিত পিএসজি কর্তারা। যদিও যথাযথ চিকিৎসার ফলে দ্রুত সুস্থ হয়ে নেইমার সহ অন্যান্য ফুটবলাররা তাড়াতাড়ি মঠে ফিরবেন বলে আশাবাদী সকলে। এখন করোনার কবল থেকে মুক্তি পেয়ে কবে সবুজ গালিচায় ফুটবল পায়ে নেইমারকে ফের দেখা যাবে, তার অপেক্ষাতেই রয়েছে নেইমার ভক্ত সহ গোটা ফুটবল বিশ্ব।