ডোয়েইন ডগলাস জনসন (Dwayne Douglas Johnson) “দ্য রক” নামেই বিখ্যাত। সম্প্রতি তিনি ও তাঁর পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। ৬ ফু ৫ ইঞ্চি এর এই অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে একথা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তাও প্রেরণ করেছেন। যেখানে তিনি বারবার বলেছেন, সুশৃঙ্খল থাকুন।আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। মাস্ক ব্যবহার করুন। আপনার পরিবারকে রক্ষা করুন। ইতিবাচক মনোভাব রাখুন এবং আপনার পরিবারের প্রতি যত্ন নিন।।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসবরকম স্বাস্থ্য বিধি মেনে চলা সত্ত্বেও প্রায় আড়াই সপ্তাহ আগে তাঁর সন্তান এবং স্ত্রী সমেত করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ও তাঁর পরিবার সুস্থ আছেন। সুস্থ হবার পরেই ডোয়েইন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পরিবেশন করেন এবং কোভিড-১৯ সম্পর্কিত নিজের অভিজ্ঞতা ও সছেতনতার বার্তা দেন। চলুন দেখে নিই সেই ভিডিও।
উল্লেখ্য, এই হলিউড অভিনেতা ২০০৬ সালে ‘ডোয়েইন জনসন রক ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যা ঝুঁকিপূর্ণ কাজে কর্মরত ও ঞ্চিকিতসা নেই এমন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে। Fast & Furious 6 এর এই অভিনেতা শুধুমাত্র যে হিট হিট মুভি করে গেছেন তা নয়, জনসন হলেন একজন আন্তর্জাতিক মানের পেশাদার কুস্তিগিরও বটে।