Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কি হয়েছে জ্যাকলিনের? ব্র্যান্ডের শ্যুটিংয়ের কাজে কেন বাধা পেলেন অভিনেত্রী?

সন্ন্যাসিনী থেকে নায়িকা হওয়ার যাত্রাপথে বাধ সেধেছিল একটি জিনিস। আর সেটি হল ছেলেদের উপর ক্রাশ। চট করে ছেলেদের প্রেমে পরে যাওয়া এই মহময়ী অভিনেত্রীর আর নান হয়া হয়নি। একটি সর্বভারতীয়…

সন্ন্যাসিনী থেকে নায়িকা হওয়ার যাত্রাপথে বাধ সেধেছিল একটি জিনিস। আর সেটি হল ছেলেদের উপর ক্রাশ। চট করে ছেলেদের প্রেমে পরে যাওয়া এই মহময়ী অভিনেত্রীর আর নান হয়া হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রেস ২ এর নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ় জানান, “কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি। নান-রা আমাদের ক্লাস নিতেন। ওঁদের লাইফস্টাইল বেশ লাগত আমার। রোজ চার্চে যেতাম। গান গাইতাম। মনে হত আমার আর কোথাও যাওয়ার দরকার নেই।” এরপর এও জানান, ““তখন থেকেই তো ছেলেদের উপর ক্রাশ জন্মাতে লাগল। আর আমি বুঝে গেলাম। নান হওয়া আমার কম্ম না।” তবে এই নায়িকা বর্তমানে বলিউড প্ল্যাটফর্মে একজন সফল অভিনেত্রী, ‘হাউজফুল’, ‘মার্ডার ২’, ‘রেস ২’ সিনেমা দিয়ে বলিউডে জার্নি পাকা করেন তিনি।

View this post on Instagram

And out come the freckles ??☀️?

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি একটি খবর জানা গিয়েছে যে, এই অভিনেত্রী করোনায় আক্রান্ত। তড়িঘড়ি টেস্টও হয়, সুখবর এই যে তাঁর রিপোর্ট নেগেটিভ। না তাঁর না হলেও, শ্যুটিং ফ্লোরে কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসে। আনলক পর্ব শুরু হতেই শ্যুটিংয়ের কাজ শুরু করেন জ্যাকলিন। একটি ব্র্যান্ডের শ্যুটিংয়ের কাজ শুরু করতেই, করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয় জ্যাকলিনের প্রায় গোটা ইউনিটকে। শ্যুটিং শুরু হবার সময়েই ওই ইউনিটের ২ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়ে, তাঁদের কোয়ারেন্টিন করা হয়েছে।

প্রসঙ্গত, লকডাউন চলাকালীন, ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী জ্যাকলিন ফার্নান্ডেজ় সলমন খানের পানভেলের ফার্মহাউসেই ছিলেন। অবাক হওয়ার কিছুই নেই, এই লকডাউন পিরিয়ডে একটি গানের মিউজ়িক ভিডিয়ো (‘তেরে বিনা’) তৈরি করে ফেলেছেন সলমন, সেখানে উপস্থিত ছিলেন এই অভিনেত্রীও। সেই ভিডিয়োতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন জ্যাকলিন। সলমন এক্লেটি সাক্ষাৎকারে এই গানের ভিডিও এ্যালবামের ব্যপারে বলেন, ‘‘মাত্র তিন জন মিলে চার দিনে একটি গানের ভিডিয়ো শুট করেছি। এটা আমার কাছে শিক্ষণীয়। আমাদের কোনও মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টও ছিল না।’’ তবে সবমিলিয়ে অভিনেত্রী একদম বিন্দাস সময় কাটাচ্ছেন, অহেতুক চিন্তা করবেন না।

About Author