ঠিক কী বলেছিলেন মহেশ জেঠমালানি? তিনি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কার্যত প্রশ্ন রেখেছেন, “এমন একটি বলিউডের এক অভিনেত্রীর গুরুতর অভিযোগের পরেও কেন ইন্ডাস্ট্রির কেউ মুখ খুললেন না। এই মৌনতা থেকে জনসাধারণ কী সিদ্ধান্তে উপনীত হবেন?” আইনজীবীর এই প্রশ্নকে হাতে রেখে মুখ খুললেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। এবারে, মহেশ জেঠমালানির ট্যুইটের জবাবে রবিনা লেখেন, ‘সারা বিশ্বে ৯৯ শতাংশ বিচারক, আইনজীবী, রাজনীতিবিদ, সরকারি আধিকারিক, পুলিশ দুর্নীতিগ্রস্ত। এই বক্তব্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ মানুষ যথেষ্ট বোধবুদ্ধি সম্পন্ন। তাঁরা ভালো-মন্দের মধ্যে ফারাক করতে পারেন। কয়েকটা পচা আপেলের জন্যে বাক্সের সব আপেলকে খারাপ বলা যায় না। ঠিক তেমনই আমাদের ইন্ডাস্ট্রিতেও ভালো এবং খারাপ দু’রকমই মানুষ আছেন।’A Bollywood actress makes a serious charge claiming personal knowledge on a TV channel with a large viewership that 99% of Bollywood consumes narcotic drugs. Not one person from that industry contradicts her. What inference is the public to draw from this deafening silence?
— Mahesh Jethmalani (@JethmalaniM) August 31, 2020
কথায় আছে, যখন এক শিয়াল ডাকে তখন বাকিরাও ডাকে, এক্ষেত্রেও কিছুটা এই রকমই। চিত্র পরিচালক রাম গোপাল বর্মাও মহেশ জেঠমালানির ট্যুইটের উত্তরে জানিয়েছেন, “যদিও আমি নিজে বলিউডের অংশ, তবুও আপনার মতোই আমিও স্তম্ভিত। শুধু এক্ষেত্রেই নয়, বলিউডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধর্ষক, খুনি, মাফিয়া পর্যন্ত বলা হচ্ছে। তাও সবাই চুপ!”Globally,99 % of judges,politicians,babus,officials,cops are corrupt.This statement cannot be a generic description for all.People are intelligent.They can differentiate between good/ bad.Few bad apples cannot spoil a basket.Likewise our industry also has the good and the bad. https://t.co/2sicSRZaAP
— Raveena Tandon (@TandonRaveena) September 1, 2020
Though I belong to the same fraternity,I am as baffled as u ..And their silence also extends to them being called rapists , killers ,mafia etc etc https://t.co/oap0ttPGLj
— Ram Gopal Varma (@RGVzoomin) September 1, 2020