Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মৃতদেহ কাঁধে নিয়ে ২২ কিমি পাহাড়ি পথ হেঁটে বাড়িতে পৌঁছে দিলেন ভারতীয় জওয়ানরা, ভাইরাল ভিডিও

উত্তরাখন্ড : শুধু দেশের কাজই নয়, প্রতি ক্ষেত্রে মানবকিতার অনেক উদাহরণ দিয়েছেন ভারতের বীর জওয়ানরা। এবার ২২ কিলোমিটারের খাঁড়াই পথ বেয়ে এক মৃত কুলির দেহ পরিবারের হাতে তুলে দিলেন আইটিবিপির…

Avatar

উত্তরাখন্ড : শুধু দেশের কাজই নয়, প্রতি ক্ষেত্রে মানবকিতার অনেক উদাহরণ দিয়েছেন ভারতের বীর জওয়ানরা। এবার ২২ কিলোমিটারের খাঁড়াই পথ বেয়ে এক মৃত কুলির দেহ পরিবারের হাতে তুলে দিলেন আইটিবিপির সাত কর্মী। ওই মৃত কুলির নাম ভূপেন্দ্র রাণা, বয়স ৩০। পিথোরগড়ের বাসিন্দা ওই ৩০ বছরের ভূপেন্দ্র রাণা পাহাড়ি আইটিবিপি-র জওয়ানদের জন্য অনেকদিন ধরেই প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে আনার কাজ করতেন।

কিন্তু গত মাসের ২৮ তারিখ বুগদিয়ার আউটপোস্টে যাওয়ার পথে ধসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য চপারে করে দেহ আনা কোনোমতেই সম্ভব ছিল না। অন্যদিকে তাকে শেষ দেখার অপেক্ষায় ছিলেন তার পরিবারের লোকজন। অবশেষে কোন উপায় না পেয়ে তার মৃতদেহ কাঁধে নিয়ে ২২ কিলোমিটারের খাঁড়াই পথ বেয়ে পরিবারের হাতে তুলে দেন আইটিবিপি-র ওই সাত জওয়ান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্ত্রী তিন সন্তানসহ বাড়িতে আরো অনেক সদস্য রয়েছে ভূপেন্দ্রর। কিন্তু তার এই অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার আত্মীয় থেকে অন্যান্য স্বজনরাও। আবহাওয়া খারাপ থাকার কারণে জোটেনি চপার, জেলা প্রশাসনকে বলেও মেলেনি সাহায্য। অবশেষে আইটিবিপির সাত জন কর্মী দেহ নিয়ে মুন্সিয়ারী থেকে বুগদিয়ার পর্যন্ত হেটে আসেন।

About Author