Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মিমি-নুসরাতের যুগলবন্দী কেমন হতে চলেছে? রইল মেকআপ রুমের কিছু ঝলক

লকডাউনের পর টেলিপাড়ার শুটিং শুরু হয়ে গিয়েছে, এবার শুরু সিনেমার পালা। ফের শুরু হয়েছে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের 'এসওএস কলকাতা'র শ্যুটিং। সাংসদ হওয়ার পর একসঙ্গে এই প্রথমবার বড়পর্দায় আসতে…

Avatar

লকডাউনের পর টেলিপাড়ার শুটিং শুরু হয়ে গিয়েছে, এবার শুরু সিনেমার পালা। ফের শুরু হয়েছে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের ‘এসওএস কলকাতা’র শ্যুটিং। সাংসদ হওয়ার পর একসঙ্গে এই প্রথমবার বড়পর্দায় আসতে চলেছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান।

একপ্রকার সতর্কতা মেনেই জোরকদমে চলছে ছবির শ্যুটিং পর্ব। মিমি চক্রবর্তী এই ছবিতে থাকছেন ক্যামিওর চরিত্রে এবং নুসরত থাকছেন অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের দুঁদে অফিসারের ভূমিকায়। নির্মাতা অংশুমান প্রত্যুষের পরিচালনায় ‘এসওএস কলকাতা’ সিনেমায় এই দুই সাংসদের বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে । নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে একসঙ্গে দেখা গিয়েছিলো বিরসা দাশগুপ্তের ‘ক্রিসমাস’ সিনেমাতে। এরপর তৃণমূলের সাংসদ নির্বাচিত হওয়ার পর তারা একসঙ্গে আর কাজ করেননি। দীর্ঘদিন পর তাদের দুজনের একসঙ্গে বড় পর্দায় ফেরার খবরে দারুণ খুশি মিমি নুসরতের ফ্যানেরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি নুসরত একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ইন্সটাগ্রাম পেজে। যেখানে মেকআপে ব্যস্ত তিনি। এখন প্রশ্ন হল ‘এসওএস কলকাতা’ ছবিতে কেমন লুকে দেখা যাবে নুসরত জাহানকে? কারন তিনি একজন দুঁদে অফিসারের ভুমিকায় অভিনয় করছেন। তারই ঝলক পেতে দেখে নিন নুসরাতের লেটেস্ত ভিডিও।

ছবির চিত্রনাট্য অনুযায়ী, এই রোমাঞ্চকর গল্পটি বানান হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে । ছবির ফার্স্ট লুক প্রকাশ পেয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে এই পুজোতে মুক্তি পেতে পারে এই সিনেমাটি।

About Author