Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, দুটি ফোন বাজারে আনছে Xiaomi

বাজারে আসতে চলেছে চীনের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড Xiaomi – র নতুন স্মার্টফোন Xiaomi Mi 10T Pro। সম্প্রতি ইন্টারনেটে এই মোবাইলের বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। এই নতুন সুপার্চার্জড ফ্ল্যাগশীপ…

Avatar

বাজারে আসতে চলেছে চীনের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড Xiaomi – র নতুন স্মার্টফোন Xiaomi Mi 10T Pro। সম্প্রতি ইন্টারনেটে এই মোবাইলের বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। এই নতুন সুপার্চার্জড ফ্ল্যাগশীপ ডিভাইসের দুটি মডেল। অন্তত দুটি ফোনের ব্যাপারে আমরা নিশ্চিত ভাবে জন্যে পেরেছি। এই ফোন দুটি হবে Mi 10T, এবং Mi 10T Pro।  তবে এই দুটি ছাড়াও আরো ফোন এই লাইন আপে থাকতে পারে।

সম্প্রতি এই নতুন স্মার্টফোনের কিছু ছবি আমাদের সামনে চলে এসেছে। এতে আমরা দেখতে পাচ্ছি, Xiaomi Mi 10T Pro স্মার্টফোনে থাকছে চলেছে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। এই লেআউট অনেকটা Vivo X50 Pro স্মার্টফোনের মতো, এর ক্যামেরায় আরো বেশি স্ট্যাবিলাইজেশন ফিচার থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, Mi 10T স্মার্টফোনে থাকবে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। তবে এই ক্যামেরার লেআউট দেখে মনে হচ্ছে যে, এই ফোনে ৪টি ক্যামেরা থাকার সম্ভাবনাও রয়েছে। এখন অব্দি এই স্মার্টফোনের আমরা সামনের দিকের কোন ছবি পাইনি।

তবে সম্প্রতি ফাঁস হওয়া কিছু স্পেসিফিকেশন থেকে জানা গিয়েছে, এই স্মার্ট ফোনের ডিসপ্লে হতে চলেছে ১৪৪ Hz রিফ্রেশ রেট বিশিষ্ট। একটি এলসিডি প্যানেল ব্যবহার করা হবে এই স্মার্টফোনে এবং এর ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকবে পাশে।

এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর ৮৬৫ চিপসেট ব্যবহার করা হবে। অন্যদিকে, Pro ভার্সনে স্নাপড্রাগণ S865+ চিপসেট ব্যবহার করা হবে। পাশাপাশি গীকবেঞ্চ এর পাওয়া একটি রিপোর্টে জানা গিয়েছে, এই স্মার্টফোনে থাকবে ৮ জিবি RAM।

এছাড়াও থাকবে ৫,০০০ mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং টেকনোলজি এবং সবশেষে থাকতে চলেছে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা।

About Author