সুশান্তের অস্বাভাবিক বিদায় মেনে নিতে পারেনি অনেকেই। জাস্টিস ফর সুশান্ত দিয়ে অনেকে সুশান্তের মৃত্যুর ন্যায়বিচার চেয়েছে। যারজন্য, সিবিআই জোড় কদমে তদন্ত শুরু করেছে। উঠে এসেছে নানান ভয়ানক তথ্য। কখনো উঠে এসেছে স্বজনপোষণের কথা কখনো বা মাদক সেবনের কথা। তবে যেদিন থেকে স্বজনপোষণ নিয়ে সরব হয়েছে একদল মানুষ সেদিন থেকেই করণ জোহর, সলমন খান, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুরের মত বড় বড় প্রযোজক, নির্দেশক ও অভিনেতাদের নিয়ে কটাক্ষ করা হয়েছে। প্রতিভা থাকা সত্ত্বেও শুধুমাত্র তারকাদের সন্তান বা পরিজনদের বলিউডে ছান্স পাইয়ে দেওয়া হয়। এরজন্য কফি উইথ করণ শো পর্যন্ত বন্ধের খাতায় নাম লিখিয়েছে। এবার মানুষ সোচ্চার হয়েছেন ‘কপিল শর্মা শো’ নিয়ে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবক্তব্য, সলমন খান প্রযোজিত বা অভিনীত যাবতীয় ছবি বয়কট করা হবে। যেহেতু এই শোয়ের যৌথ প্রযোজনায় রয়েছেন সলমন খান। তাই যারা ‘জাস্টিস ফর সুশান্ত’ গ্রুপের সঙ্গে যুক্ত তাঁরা সকলেই এই শো বয়কটের ডাক দিয়েছেন। স্বজনপোষণ এবং প্রতিভাবান শিল্পীদের একঘরে করার চক্রান্তের অভিযোগ ওঠে সলমনকে ঘিরে। অন্যান্য প্রযোজক, অভিনেতা ও নির্দেশকের পাশাপাশি ট্রোলড হন তিনি। তাই সলমন খান অভিনীত বা প্রযোজিত কোন শো ও সিনেমা দেখা হবে না এবং সরাসরি বয়কটের ডাক দিয়েছে বিপুল সংখ্যক মানুষ।