Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তবে কি সুশান্তকে গাঁজাই সাজা দিল? কী বলছেন সুশান্তের প্রাক্তন নিরাপত্তারক্ষী

সুশান্তের আত্মহত্যা মামলার জট যত খুলছে উঠে আসছে একের পর এক ভয়ানক সত্য। এবারও তেমনটাই হল। নেশায় নাকি বুঁদ থাকতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, এমনই অভিযোগ করলেন সুশান্তের প্রাক্তন…

Avatar

সুশান্তের আত্মহত্যা মামলার জট যত খুলছে উঠে আসছে একের পর এক ভয়ানক সত্য। এবারও তেমনটাই হল। নেশায় নাকি বুঁদ থাকতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, এমনই অভিযোগ করলেন সুশান্তের প্রাক্তন নিরাপত্তারক্ষী। এই নিরাপত্তারক্ষীর নাম মুস্তাক।
তবে কি সুশান্তকে গাঁজাই সাজা দিল? কী বলছেন সুশান্তের প্রাক্তন নিরাপত্তারক্ষী
মুস্তাক এও বলেন যে প্রাইভেট পার্টি চলাকালীন গাঁজা, চরসের নেশায় বুঁদ হয়ে থাকতেন তিনি, যেকোনো হাউস পার্টিতে তাঁর বন্ধুদের সঙ্গে গাঁজা সেবন করতেন সুশান্ত। বাড়িতেই আসর বসত গাঁজা পার্টির। তবে গাড়িতে কখনো মাদক রাখতেন না তিনি। গাড়িতে যাতে ভুল বশত গাঁজার কোন প্যাকেট না থাকে তার জন্য গাড়ি সঠিকভাবে পরীক্ষা করার কড়া নির্দেশ থাকতো।
তবে কি সুশান্তকে গাঁজাই সাজা দিল? কী বলছেন সুশান্তের প্রাক্তন নিরাপত্তারক্ষী
অথচ, সুশান্তের বাবা দাবি করছেন যে সুশান্তকে মাদক সেবন করিয়ে খুন করা হয়েছে এবং কিছুদিন আগেও সুশান্তের এক প্রাক্তন স্টাফ জানান যে সুশান্ত সিং রাজপুত কখনো মাদকের নেশা করতেন না। মদ্যপানও করতেন না তিনি। অথচ, এরইমধ্যে একেবারে উল্টো সুর গাইলেন মুস্তাক।
তবে কি সুশান্তকে গাঁজাই সাজা দিল? কী বলছেন সুশান্তের প্রাক্তন নিরাপত্তারক্ষী
মুস্তাক এও বলেন যে সুশান্ত গাঁজা ও চরসের জন্য অনেক অর্থ ব্যয়ও করতেন। এমনকি অনেক সময় শ্যুটিং স্পটে দেরি করেও পৌঁছতেন। এছাড়াও, মুস্তাক নিজে এমন কিছু তথ্য জানেন যা প্রকাশ্যে আসলে সুশান্তের কুশপুতুল দাহ করা হতে পারে।
তবে কি সুশান্তকে গাঁজাই সাজা দিল? কী বলছেন সুশান্তের প্রাক্তন নিরাপত্তারক্ষী
জল কোনদিকে গড়াচ্ছে তা এখনই বোঝা মুশকিল, তবে বেড়িয়ে আসছে বহু তথ্য।

About Author