কলকাতানিউজ

স্টেশনে আসতে চলেছে নয়া নিয়ম, নিষিদ্ধ হতে পারে হকারদের প্রবেশ

Advertisement
Advertisement

কলকাতা : গতকাল নবান্নের  সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আনলক-৪ এ চালু হতে পারে মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু করোনা আবহে বদলে যেতে চলেছে আগের অনেক নিয়ম । ট্রেনে ওঠার ক্ষেত্রেও পালন করা হবে সামাজিক দুরত্ব । এমনকি  ট্রেন চলাচল শুরু হলে, বদলাবে স্টেশন চত্বর। যাত্রীদের যাতায়াতের পথ বদলানোর পাশাপাশি বদলে দেওয়া হতে পারে আরও নিয়ম। আর এসবের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো  নিষিদ্ধ হতে চলেছে হকারদের প্রবেশও ।

Advertisement
Advertisement

ট্রেন পরিষেবা দেওয়ার ব্যাপারে রেলমন্ত্রক থেকে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথাও চলছে।  গতকাল খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেল নিয়ম মানলে, রাজ্যের আপত্তি নেই। কিন্তু এই ক্ষেত্রে অনেক নিয়ম মেনে সকলকে চলতে হবে। তিনি আরও জানান, এখনই খোলা হবে না স্কুল এবং কলেজ। আর প্রয়োজনে সপ্তাহে তিন দিন দেওয়া হতে পারে বিমান পরিষেবা ।

Advertisement

সংক্রমণ রুখতে প্রথম থেকেই ব্লু-প্রিন্ট কার্যকর করা হবে। অটোমেটিক থার্মাল স্ক্যানারও থাকবে। যাত্রীদের ঢোকার সময়ই শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে।সতর্কতা বজায় রাখার জন্য শিয়ালদহ স্টেশনে বসছে অটোমেটিক থার্মাল স্ক্রিনিং মেশিন ৷ লোক সংখ্যা এড়াতে শহরতলির স্টেশনে ঢোকা-বেরনোর পথ আলাদা করে দেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement

সূত্রের খবর পালা করে রেলকর্মীরাও প্রবেশ-বেরনোর পথে পাহারা দেবেন। তবে এসবের জেরে সমস্যায় পড়তে চলেছেন হকাররা। স্টেশন চত্বরে আপাতত খুলব কোনও দোকান।পরে অবস্থা স্বাভাবিক হলে সেই নিয়ে আলোচনা করে আবার আগের মত হকারদের প্রবেশে অনুমতি দিতে পারে রেলমন্ত্রক।

Advertisement

Related Articles

Back to top button