Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘সাত দিনের মধ্যেই দিতে হবে আম্ফানের টাকার হিসেব’, কড়া বার্তা মমতার

পশ্চিমবঙ্গ : এবার আমফান ঘূর্ণিঝডড়ের ক্ষতিপূরণ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমফানের ক্ষতিপূরণ প্রদান যেখানে যা বাকি আছে, সবটা দিয়ে দিতে হবে আর আগামী ৭ দিন…

Avatar

পশ্চিমবঙ্গ : এবার আমফান ঘূর্ণিঝডড়ের ক্ষতিপূরণ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমফানের ক্ষতিপূরণ প্রদান যেখানে যা বাকি আছে, সবটা দিয়ে দিতে হবে আর আগামী ৭ দিন সময়ের মধ্যে সারতে হবে সব কাজ.।

অম্ফানের টাকা কোথায় সেই টাকা আসলে কারা পেয়েছেন, সেই তথ্য পেতে একাধিক প্রার্থনা করে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা হয় বেশ কিছুদিন ধরেই। আর সেই নিয়ে এ রাজ্যকে দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব  মেদিনীপুর, এই তিন জেলার আমফান ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগও এনেছেন খইরুল আলম শেখ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এবার আটঘাট বেঁধে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অম্ফানের টাকা কোথায় গেলো তার সব নথি দেওয়ার দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী নিজে।এই পরিস্থিতিতে নবান্ন থেকেই ভারচুয়াল বৈঠক করছেন তিনি।এই নিয়ে রাজ্যের অনেক মানুষের ক্ষোভ আমরা আগেই দেখেছি। এমনকি জেলার অনেক জায়গায় অম্ফানে ত্রাণ পাঠানোর পরেও টাকা সবার হাতে পৌঁছায়নি।

মঙ্গলবার দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম – এই ৫ জেলার কাজের খতিয়ান নিতে নবান্নে বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এখনো পর্যন্ত অম্ফানে বাংলায় যা ক্ষতি হয়েছে সেই নিয়ে বাংলার মানুষের চাপা উত্তেজনা ছিলো। কিন্তু এবার সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই স্বস্তি ফিরেছে সবার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”আমফানের ক্ষতিপূরণ দেওয়ার কাজ ৩, ৪ দিনের মধ্যে শেষ করে ফেলুন। আর ফেলে রাখবেন না।” আর তিনি নিজেই জানান সবকিছু সাতদিন এর মধ্যেই সম্পন্ন হবে।

About Author