Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রিয়ার পাশে দাঁড়ালেন রাম গোপাল ভর্মা, সুশান্তের মৃত্যু নিয়ে মিডিয়াকে কটাক্ষ করলেন দুঁদে পরিচালক

বলিউড ও তেলেগু সিনেমা জগতে রাম গোপাল বর্মা হল একটি উল্লেখযোগ্য নাম। এই চলচ্চিত্র পরিচালক এখনো পর্যন্ত বহু সিনেমা উপহার দিয়েছেন সিনেমাপ্রেমী মানুষদের। তাঁর সিনেমার মধ্যে কখনো ফুটে ওঠে প্রেম,…

Avatar

বলিউড ও তেলেগু সিনেমা জগতে রাম গোপাল বর্মা হল একটি উল্লেখযোগ্য নাম। এই চলচ্চিত্র পরিচালক এখনো পর্যন্ত বহু সিনেমা উপহার দিয়েছেন সিনেমাপ্রেমী মানুষদের। তাঁর সিনেমার মধ্যে কখনো ফুটে ওঠে প্রেম, কখনো বীরত্ব, কখনো পাওয়ার। তাঁর প্রত্যেকটা সিনেমাতেই কোনো না কোনো সাসপেন্স লুকিয়ে থাকে, আজ এই স্বনামধন্য ডিরেক্টর সাথ দিচ্ছেন রিয়া চক্রবর্তীকে। রিয়া সম্পর্কে তিনি ঠিক কী বলতে চাইছেন?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী একথা স্পষ্ট যে তিনি এই ব্যাপারে ক্ষুব্ধ। যেভাবে রিয়া সম্পর্কে কথা বলা হচ্ছে, তাঁর প্রতি যেই বিদ্বেষ পোষণ করা হচ্ছে এবং তাঁকে কোণঠাসা করা হচ্ছে, তাতে করে তিনি স্তম্ভিত। কোনো প্রমান ছাড়াই রিয়ার বিরুদ্ধে যেভাবে আঙ্গুল তোলা হচ্ছে তা নিয়ে নিজের মন্তব্য পেশ করেন রাম গোপাল বর্মা। এমনকি তিনি এও বলেন,”সবটা দেখে মনে হচ্ছে কোনও প্রত্যন্ত গ্রামে একজন নারীকে কোনও প্রমান ছাড়াই ডাইনি অপবাদ দেওয়া হচ্ছে”।

রাম গোপাল বর্মার এমন বক্তব্যের পাশে এখনো পর্যন্ত কেউ না দাঁড়ালেও, রিয়ার বিরুদ্ধে বলিউডের অনেকেই সোচ্চার হয়েছে।সুশান্তের হয়ে ন্যায় বিচার চেয়ে #Warriors4SSR ব্যবহার করে সুশান্তের দিদি, কঙ্গনা রানাউত, অঙ্কিতা লোখান্ডে সমেত অনেকে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। উল্লেখ্য, এই প্রথম সিনেমা জগতের কেউ রিয়ার পাশে দাঁড়ালো। তবে তদন্ত চলছে। জাস্টিস ফর সুশান্ত এখনো শেষ হয়নি।

About Author