Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্তের মানসিক স্বাস্থ্যের ময়না তদন্ত হবে, কাজ করবে CFSL-র একটি টিম

এইবার কার্যত সুশান্তের মানসিক ময়নাতদন্ত হবে বলে স্পষ্ট জানিয়েছে সিবিআই। CFSL (The Central Forensic Science Laboratory) এর একটি টিম সুশান্তের মানসিক গতিবিধি পর্যালোচনা করবে বলে সূত্রের খবর। সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট…

Avatar

এইবার কার্যত সুশান্তের মানসিক ময়নাতদন্ত হবে বলে স্পষ্ট জানিয়েছে সিবিআই। CFSL (The Central Forensic Science Laboratory) এর একটি টিম সুশান্তের মানসিক গতিবিধি পর্যালোচনা করবে বলে সূত্রের খবর।

সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে খুব বেশিদূর এগোনো যাবেনা তা কার্যত স্পষ্ট করে বলে দিয়েছে এইমস এর টিম। মাত্র কুড়ি শতাংশ ভিসেরা রিপোর্ট দ্বারা কোনো সিদ্ধান্তে আশা সম্ভব নয়. তাই এইবার সুশান্তের সোশ্যাল মিডিয়া গুলি চেক করবে CFSL এর টিম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুশান্তের মধ্যে কি আত্মহত্যা প্রবণতা কাজ করতো? কেন তিনি স্পিরিচ্যুয়াল হিলিং করাতে যেতেন? তিনি সোশ্যাল মিডিয়ায় কি কি ধরণের পোস্ট করতেন এবং তাঁর মুড সুইং এর প্রবণতা ছিল কিনা তা এবার খতিয়ে দেখবে এই টিম। প্রয়োজনে রিয়াকেও এব্যাপরে তলব করা হতে পারে বলে সূত্রের খবর।

About Author