Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আরও কয়েক মাস কংগ্রেসের প্রধান থাকবেন সোনিয়া গান্ধী

নয়াদিল্লি: আপাতত কংগ্রেস দলের অন্তর্বর্তী সভাপতি থাকবেন, সনিয়া গান্ধী। সূত্রের খবর অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যেই নতুন প্রধান নির্বাচিত হবেন। এমনকি কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির (সিডব্লুসি) সভা থেকে এইরকম খবরই মিলছে।…

Avatar

নয়াদিল্লি: আপাতত কংগ্রেস দলের অন্তর্বর্তী সভাপতি থাকবেন, সনিয়া গান্ধী। সূত্রের খবর অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যেই নতুন প্রধান নির্বাচিত হবেন। এমনকি কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির (সিডব্লুসি) সভা থেকে এইরকম খবরই মিলছে। এর পাশাপাশি সোনিয়া গান্ধীর প্রতিদিনের কাজকর্মে সহায়তা করার জন্য একটি প্যানেলও গঠন করা হয়েছে।

আগামী ছয় মাসের মধ্যে ডাকা হবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) অধিবেশন । সোনিয়া গান্ধীকে তার প্রতিদিনের কাজকর্মে সহায়তা করার জন্য একটি প্যানেলও গঠন করা হয়েছে।  দলের সমস্যা বেড়ে এতোটাই গুরুতর মোড় নেয় যে দল থেকে ইস্তফা দেওয়ার মতনও সিদ্ধান্ত নেন সনিয়া গান্ধী ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সূত্রের খবর অনুযায়ী কংগ্রেস সভাপতির পদে নতুন কাউকে আনতে চান খোদ দলের লোকেরাই। এমনকি সনিয়া গান্ধীও জানান জেনারেল সেক্রেটারির যে দায়িত্ব তিনি সামলাতেন সেটিও তিনি চালিয়ে যাবেন। কিন্তু এতো কিছুর পরেও ফের সভাপতির ক্ষমতায় আসতে নারাজ রাহুল গান্ধীও ।

সব মিলিয়ে কংগ্রেস এখন লাইম লাইট চলে এলেও দলের রাশ টানা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে অন্য দলের লোকেরা। এমনকি প্রবীণ কংগ্রেস নেতাদের ওপর এই সন্দেহ ডামাডোল শুরু করলেও এত সব কিছুর মধ্যেও সনিয়া গান্ধী জানিয়েছেন,“কংগ্রেস একটি বড় পরিবার এবং আমি কারও বিরুদ্ধে কিছু রাখি না। তবে সকলের, বিশেষত প্রবীণ নেতাদেরই কেবল দলীয় ফোরামে উদ্বেগ উত্থাপন করা উচিত। ”সিডাব্লুসি সভায় সমাপ্ত বক্তব্যে সোনিয়া গান্ধী বলেছিলেন তিনি নিজে কোনোভাবেই কাউকে অসৎ উদ্দেশ্য কোনো মন্তব্য করেন নি, আর নাতো করতে চান ।

 

About Author