কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এদেশে ফের নাশকতার ছক কষছে পাকিস্তানের জঙ্গি সংগঠন। তার মধ্যে আবার আবার স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য নিচ্ছে পাকিস্তান। পাক সংগঠনগুলি ভারতের বিভিন্ন রাজ্যের স্থানীয় দুষ্কৃতীদের হাতিয়ার করেই এখন বড় হামলার পরিকল্পনা করছে ।এর আগে বারবার পরিকল্পনা করেও কাজ হাসিল করতে পারেনি পাকিস্তান। কারণ নিরাপত্তা এজেন্সিগুলির সক্রিয়তা আর সেনা সতর্কতা সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তাই এবার খড়কুটো কুড়িয়ে রীতিমতো আটঘাট বেঁধে ক্ষমতায় নামতে চলেছে পাকিস্তান জঙ্গি সংগঠন।
পাকিস্তানের আইএসআই সমেত পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখা এদেশীয় দুষ্কৃতীদের তথ্যও দেওয়া হয়েছে।অনেকে পালিয়ে গিয়েও এই নাশকতার পরিকল্পনা করছে আবার অনেকে জেলে থেকেও পরিকল্পনায় অংশ নিচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর পাক জঙ্গিদের এই পরিকল্পনার পিছনে যে কারণ রয়েছে তা হলো , স্লিপার সেলে বা দেশের জঙ্গি সংগঠনগুলির ক্ষেত্রে কোনো সঠিক লোক নেই তাই স্থানীয় দুষ্কৃতীদের ওপরই ভরসা করতে হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির ।দেশে স্লিপার সেলের সংখ্যা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। আর স্লিপার সেলের সংখ্যা ক্রমাগত কমে যাওয়ার ফলে যে অসুবিধা দেখা দিচ্ছে তার পরিস্থিতি সামলাতে এই উদ্যোগ জঙ্গিদের।
আইএসআই এবং পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি রাজনৈতিক নেতাদের উপর হামলা চালাতে পাঁচ জন দুষ্কৃতীকেও দায়িত্ব দিয়েছিল বলে সূত্রের খবর ।আর সেই সমস্যা থেকে রেহাই পেতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পঞ্জাব শাখার তরফেও একটি অ্যালার্টে এমনই জানানো হয়েছিল।কিন্তু এই বার্তা আসার সাথে সাথে ফের বাড়ানো হয়েছে নিরাপত্তা। এমনকি জাগায় জাগায় চলছে তল্লাশি।