Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রিয়া চক্রবর্তীকে কী কী প্রশ্ন করতে পারে সিবিআই? রইল ১১ প্রশ্নের তালিকা

সিবিআই ইন ফুল একশন...রিয়ার জন্য রইলো একাধিক প্রশ্ন. যেদিনই রিয়াকে তলব করা হবে সেদিনই তাকে এর উত্তর দিতে হবে। চলুন দেখে নিই প্রশ্নগুলি পরপর। 1.রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক কেমন ছিল?…

Avatar

সিবিআই ইন ফুল একশন…রিয়ার জন্য রইলো একাধিক প্রশ্ন. যেদিনই রিয়াকে তলব করা হবে সেদিনই তাকে এর উত্তর দিতে হবে। চলুন দেখে নিই প্রশ্নগুলি পরপর।

1.রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক কেমন ছিল?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

2.তিনি কি আদৌ ডিপ্রেশনে ভুগছিলেন?

3. জুনের আট তারিখ রিয়া কেন সুশান্তকে ছেড়ে যায়

4. চলে যাওয়ার পর কি রিয়া বা সুশান্ত কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিল

5. লোকডাউনের সময় সুশান্তের বাড়িতে কে কে আসতো

6. সুশান্তের সঙ্গে কি রিয়ার বিয়ের কথা চলছিলো?

7.সুশান্তর একাউন্ট থেকে পনেরো কোটি টাকা কোথায় গেল?

8. সুশান্তকে ওষুধ সরবরাহ করতো কে?

9. সুশান্ত কে কোন কোন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল?

10. কেন বারবার চিকিৎসক পাল্টানো হয়েছিল?

11. রোম্যান্টিক ইউরোপ ট্যুরে ভাই শৌভিক কি করছিলো?

এরকমই নানান প্রশ্নে বিদ্ধ হয়েছে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তাঁর গোটা পরিবার।

এদিকে, একইদিনে সিবিআই-এর আরেকটি টিম কুপার হসপিটালের ডিনের সঙ্গে কথা বলেছে এবং যেই পাঁচ জন ডাক্তার পোস্টমর্টেম করেছিলেন তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে.. কেন ডেথ টাইম উল্লেখ নেই রিপোর্টে সেই ব্যাপারে উঠেছে প্রশ্ন, এছাড়াও ঘটনার দিন সুশান্ত কী খাবার খেয়েছিলেন তারও কোনো উল্লেখ নেই।

তাই জট ক্রমশ বাড়ছে, কিন্তু সিবিআই তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে. বাকি খবর জানতে পড়তে থাকুন।

About Author