Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্তের প্রতিবেশীর চাঞ্চল্যকর দাবী, ১৩ই জুন রাতে পুরো অন্ধকার ছিল সুশান্তের ফ্ল্যাট

প্রায় ৬৮ দিন পর মুখ খুললেন সুশান্তের এক প্রতিবেশী। তিনি একটি সাক্ষাৎকারে জানান, “১৩ই জুন রাতে সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে কোনও পার্টি ছিল না।বরং রাত ১০.৩০টা থেকে ১০;৪৫ এর মধ্যে…

Avatar

প্রায় ৬৮ দিন পর মুখ খুললেন সুশান্তের এক প্রতিবেশী। তিনি একটি সাক্ষাৎকারে জানান, “১৩ই জুন রাতে সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে কোনও পার্টি ছিল না।বরং রাত ১০.৩০টা থেকে ১০;৪৫ এর মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল সব আলো। শুধুমাত্র রান্নাঘরের আলো জ্বলছিল। যা দেখে বেশ খানিকটা আশ্চর্য লেগেছিল”। ওই মহিলাকে আরও জিজ্ঞাসদাবাদ করলে তিনি জানান, “কী হয়েছে ঠিক জানি না কিন্তু কিছু নিশ্চয়ই আছে এটার পিছনে”।ইতিমধ্যে সিবিআই সুশান্তের রাঁধুনি নীরজ ও বন্ধু রিয়াকে দ্বিতীয় বার জেরা করেছেন, উঠে আসছে নানান চাঞ্চল্যকর তথ্য। তাঁদের বয়ানে রয়েছে অসঙ্গতি।প্রসঙ্গত ওই মহিলা এও জানান যে সুশান্তের ফ্ল্যাটের আলো সাধারণত সারারাত জ্বলত। কিন্তু ওই দিন খুব তাড়াতাড়ি সব আলো বন্ধ হয়ে যায়। তিনি এও জানান, ‘ কিছু নিশ্চয় আছে’।
About Author