Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবারের দুর্গা তবে সাংসদ মিমি চক্রবর্তী?

গুনুন কর গুনতে থাকুন। ভাবছেন যে কেন কর গুনবো? কি মুশকিল পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ যে আসতে চলেছে।অন্যান বছর হয়তো এতদিনে আপনি টুকটাক পুজোর শপিং সেরে ফেলতেন। কিন্তু এই বছর…

Avatar

গুনুন কর গুনতে থাকুন। ভাবছেন যে কেন কর গুনবো? কি মুশকিল পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ যে আসতে চলেছে।অন্যান বছর হয়তো এতদিনে আপনি টুকটাক পুজোর শপিং সেরে ফেলতেন। কিন্তু এই বছর সবই তালে গোলে পাকিয়ে গেল। কিন্তু দুর্গা পূজা হবেই। কালের নিয়ম অনুসারে মহালয়াও হবে।

আগামী ১৭ ই সেপ্টেম্বর শুরু মহালয়া। দর্শক ও শ্রোতাদের মন এই সময় হয় টেলিভিশন নয় রেডিওতে আটকে থাকে। কি তাই তো? হ্যাঁ, এই বছরেও মহালয়া হবে এবং কমলেশ্বর মুখার্জীর পরিচালনায় মহালয়ায় দুর্গা হচ্ছেন যাদবপুর সাংসদ মিমি চক্রবর্তী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একি রাম সীতার চরিত্রে কারা কারা আছেন জানবেন না? ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকের মল্লার সেন। মনে আছে মল্লারকে? রামের চরিত্রে অভিনয় করবেন মল্লার ওরফে জিতু কমল এবং সীতার চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে।

রাজ্য সরকার যদিও পুজো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তবে মহালয়া হচ্ছেই।।

About Author