উল্লেখযোগ্য বিষয় হল সুধীর গুপ্তা নামে দেশের অন্যতম সেরা ফরেন্সিক বিশেষজ্ঞ যিনি শিনা বোরা ও সুনন্দা পুষ্কর মামলার ফরেন্সিক বিশেষজ্ঞ ছিলেন, তিনি এই তদন্তে সামিল হতে চলেছেন। সর্বোচ্চ আদালতের নির্দেশ দেওয়ার পরই সিবিআই আধিকারিকরা কোমর বেঁধে নেমেছেন মৃত্যু রহস্য উদঘাটনে। তৈরি করা হয়েছে তদন্তের রোডম্যাপ, সেই অনুযায়ী ধাপে ধাপে এগোবেন তারা।Mumbai: Central Bureau of Investigation (CBI) team reaches Bandra Police Station for further investigation of #SushantSinghRajput case. pic.twitter.com/xnzKhxKRdi
— ANI (@ANI) August 21, 2020
কাজ শুরু করেছে সিবিআই, বান্দ্রার ফ্ল্যাটের পরিচারক, রাঁধুনিদের চলছে জিজ্ঞাসাবাদ
সম্প্রতি বহু চর্চিত সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কান্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সর্বোচ্চ আদালত। তদন্তের দায়িত্ব পেতেই তৎপরতার সাথে কাজ শুরু করেছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, মুম্বাই…

আরও পড়ুন