Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিজেদের আবিষ্কৃত করোনার ভ্যাকসিন ভারতেই তৈরি করতে চায় রাশিয়া

কয়েকদিন আগেই বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছিল রাশিয়া। এবার করোনার ভ্যাকসিন তৈরির জন্য ভারতকে প্রোডাকশন পার্টনার হিসেবে পাশে চায় রাশিয়া। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে…

Avatar

কয়েকদিন আগেই বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছিল রাশিয়া। এবার করোনার ভ্যাকসিন তৈরির জন্য ভারতকে প্রোডাকশন পার্টনার হিসেবে পাশে চায় রাশিয়া। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন, রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ ফান্ডের (RDIF) আধিকারিক কিরিল দিমিত্রেভ। একই সাথে তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে ইতিমধ্যেই একাধিক ভারতীয় সংস্থার সাথে যোগাযোগ করা শুরু করেছে মস্কো।

গত ১১ই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক-৫’ এর ঘোষণা করেন। করোনার টিকা তৈরির দৌড়ে ছিল আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু তাদের পিছনে ফেলে রাশিয়ায় বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। এমনকি তাঁর নিজের মেয়ের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলেও তিনি জানান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাশিয়ার দাবি ইতিমধ্যেই বিশ্বের ২০টি দেশ তাদের কাছ থেকে ভ্যাকসিন কিনতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ভারতও আছে। এবার সেই ভারতের সাথেই প্রোডাকশন পার্টনার হিসেবে কাজ করতে চায় রাশিয়া। নিজেদের তৈরি ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ এবার ভারতের মাটিতেই তৈরি করতে চায় রাশিয়া। এমনটাই জানিয়েছেন কিরিল দিমিত্রেভ।

কিরিল দিমিত্রেভ বলেছেন, “আমরা ভারতে ‘স্পুটনিক-৫’ তৈরি করতে চাই। ভারতের ওষুধ উৎপাদনকারী সংস্থা, ভারতের বিজ্ঞানীরা আমাদের প্ৰযুক্তিটা ভালো বোঝে। ওদের সাথে আমাদের দারুণ সম্পর্ক।” তিনি আরও বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনেছি। তিনি ভারতে ভ্যাকসিন তৈরি করতে প্রস্তুত। ভারতের বহু সংস্থার ভ্যাকসিন তৈরির ক্ষমতা আছে। সেজন্যই রাশিয়া ভারতে ‘স্পুটনিক-৫’ তৈরি করতে চায়।”

About Author