Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাস্তার উপর সাপ ও নেউলের লড়াই দৃষ্টি আকর্ষণ করলো নেটিজেনদের, ভাইরাল ভিডিও

ব্যস্ত সময়ে রাস্তার মাঝামাঝি একটি সাপ ও একটি নেউলের নাটকীয় লড়াইয়ে আটকে পড়লেন পথচলতি মানুষজন। এই মহা যুদ্ধের জন্য অপেক্ষা করতে হলো যাত্রীদের। একইসঙ্গে তারা বাধ্য হলেন পুরো ঘটনাটি চাক্ষুষ…

Avatar

ব্যস্ত সময়ে রাস্তার মাঝামাঝি একটি সাপ ও একটি নেউলের নাটকীয় লড়াইয়ে আটকে পড়লেন পথচলতি মানুষজন। এই মহা যুদ্ধের জন্য অপেক্ষা করতে হলো যাত্রীদের। একইসঙ্গে তারা বাধ্য হলেন পুরো ঘটনাটি চাক্ষুষ করতে। এই ধরনের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হলো। মাইক্রোব্লগিং সাইট ট‍্যুইটারে ২৯ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের আধিকারিক ডাঃ আবদুল কাইয়ুম। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি একেবারেই প্রাকৃতিক ঘটনা। আমি খুশি যে, কোনও ক্রুসেডার এই প্রজাতিদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েনি। প্রকৃতির উপর নির্ভর করেই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে এবং যা এই সময়ে সবচেয়ে উপযুক্ত।’

ভিডিওটি ১৮ ই আগস্ট ট‍্যুইটারে শেয়ার করার পরে ১০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, দুটি প্রাণী একটি দর্শনীয় লড়াইয়ে জড়িত রয়েছে। পরবর্তীকালে পালানোর চেষ্টা করা সাপটিকে ধরার চেষ্টা করছে নেউলটি। অবশ্য শেষ পর্যন্ত, নেউলটি পালানোর চেষ্টা করা সাপটিকে ধরে ফেলতে সক্ষম হয়। রাস্তার পাশে থাকা ড্রেনের নিচে পালাতে চেষ্টা করলে সাপটিকে ধরে ফেলে নেউল। এর ফলে তাদের মধ্যে চলা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে। তাদের যুদ্ধ শেষ হলে, বিজয়ী নেউল তার পুরষ্কার নিয়ে চলে যায়। এরপরই স্বাভাবিক হয়ে উঠে রাস্তার যান চলাচল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই লড়াইয়ের শেষ দেখার জন্য একদল লোক ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন। তাদের মধ্যে থেকে আবার কেউ কেউ লড়াইটি ভিডিও রেকর্ডও করছিলেন।

About Author