আজ ২০শে আগস্ট, বৃহস্পতিবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ সমাজসেবামূলক কাজে আজ আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে দিনটি বেশ ভালোই কাটবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনার অন্যরকম কাটতে চলেছে। গৃহ সংস্কার হতে পারে। পারিবারিক দিক দিয়ে খুবই ভালো যাবে।
মিথুনঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে। ভাগ্যোন্নতির সুযোগ আসতে পারে।
কর্কটঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো কাটবে না। ব্যয়াধিক্য দেখা দিতে চলেছে।
সিংহঃ শারীরিক দিক দিয়ে আপনার আজ মোটেই ভালো কাটবে না। ক্ষয়রোগের উদ্ভব ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে।
কন্যাঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে প্রতিবেশী কলহ দেখা দিতে চলেছে। আলোচনা করে মিটিয়ে নিন।
তুলাঃ কোনো কারণে আজ আপনি মানসিক আঘাত পেতে পারেন। হতাশ না হয়ে মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকুন।
বৃশ্চিকঃ আজ আপনার পুরনো সমস্যার সমাধান ঘটতে পারে। ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।
ধনুঃ হঠাৎ করেই আপনার জীবনে বন্ধু বিরোধ দেখা দিতে চলেছে। আলোচনা করে সমস্যার সমাধান করুন।
মকরঃ যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। লাভ ঘটার সম্ভাবনা রয়েছে।
কুম্ভঃ কর্মক্ষেত্রে আজ আপনি সাহসিকতার প্রদর্শন করতে পারেন। ফলে সুনাম অর্জন করার সম্ভাবনা বাড়বে।
মীনঃ কোনো বিশেষ ক্ষেত্রে আজ আপনি সম্মান লাভ করতে পারেন। ফলে মানসিক শান্তি উপভোগ করতে পারেন।