তবে বিশ্ব রেকর্ড গড়লেও বিষয়টি যে খুব সহজ ছিল না সে কথা স্বীকার করেছেন তিনি। কঠিন পরিস্থিতিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি সত্যিই উদ্বিগ্ন ছিলাম কারণ খারাপ আবহাওয়ার কারণে জল শীতল ও কর্দমাক্ত ছিল। অন্যদিকে, আমি নার্ভাসও ছিলাম। আমার নাড়ির গতি প্রতি মিনিটে ১০৮-এর বেশি ছিল। আমাকে শান্ত হতে দীর্ঘ সময় লেগেছিল।’
জলের তলায় ৭৬ বার ৫০ কেজি ওজনের বারবেল তুলে বিশ্ব রেকর্ড, ভাইরাল ভিডিও
রাশিয়ার এক ক্রীড়া প্রশিক্ষক জলের নীচে গিয়ে ৫০ কেজি ওজনের বারবেল ৭৬ বার নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলেন। সাইবেরিয়ার টমস্কের বাসিন্দা ভিটালি ভিভাচার নামের ওই ক্রীড়া প্রশিক্ষক গ্রেগ উইটস্টকের…

আরও পড়ুন