ডেয়ারি কোম্পানি ‘আমুল’ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তার প্রতি শ্রদ্ধা জানায়। অনেকের মতে তাকে শ্রদ্ধা জানানোর জন্য এই ভিডিওটি সর্বোত্তম। ভিডিওটি তার অনুগামীদের নস্টালজিক করে তুলেছিল কারণ এতে ধোনির দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের মাইলস্টোন মুহূর্তগুলিকে তুলে ধরা হয়েছিল। যেখানে রয়েছে তার অধিনায়ক হওয়া থেকে বিশ্বকাপ জেতা পর্যন্ত সব মুহূর্তগুলি।#Amul Topical: MS Dhoni retires from international cricket… pic.twitter.com/3PiQhUtyl0
— Amul.coop (@Amul_Coop) August 16, 2020
তবে শুধুমাত্র ‘আমুল’ই নয়, তাকে বিদায় জানিয়েছেন ‘গুগল ইন্ডিয়া’ থেকে ‘জোমাটো’ এবং অন্যান্য ব্রান্ডগুলিও। তাকে তার পরবর্তী ‘ইনিংসের’ জন্য ভালোবাসা ও শুভকামনা জানানো হয়। উল্লেখযোগ্য, ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের বাদ যাওয়ার পর থেকেই ধোনি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে ফেলেন। এরপর তাকে দেখা যাবে ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংসে নেতৃত্ব দিতে।We can try ?ing, but there isn't going to be anyone like you @msdhoni.
— Google India (@GoogleIndia) August 16, 2020