Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিহার ও অসমের বন্যা ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্য অক্ষয় কুমারের

বলিউড খ্যাত অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে স্কটল্যান্ডে রয়েছেন 'বেলবটম' সিনেমার শ্যুটিংয়ের জন্য। সম্প্রতি তিনি এগিয়ে এসেছেন বিহার ও আসামের বন্যা ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে। চলতি বছর করোনা মোকাবিলায় পিএম কেয়ার ফান্ডে ২৫…

Avatar

বলিউড খ্যাত অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে স্কটল্যান্ডে রয়েছেন ‘বেলবটম’ সিনেমার শ্যুটিংয়ের জন্য। সম্প্রতি তিনি এগিয়ে এসেছেন বিহার ও আসামের বন্যা ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে। চলতি বছর করোনা মোকাবিলায় পিএম কেয়ার ফান্ডে ২৫ কোটি টাকা সাহায্য করার পর তিনি জানিয়েছিলেন, বিহার ও আসাম মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১ কোটি টাকা করে অনুদান দেবেন।

সুত্র অনুযায়ী জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এই অভিনেতা বিহার এবং আসামের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে ১ কোটি টাকা দেবেন।
তাদের মধ্যে হওয়া কথোপকথন অনুসারে, উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীই এই বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখযোগ্য, চলতি সপ্তাহের শুরুতেই অক্ষয় কুমার ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছেন।২০২০ সালের এই তালিকা অনুযায়ী গোটা বিশ্বের অভিনেতাদের মধ্যে তার উপার্জন ৩৬২ কোটি টাকা। আগামীদিনে তার বেশ কিছু সিনেমা আসতে চলেছে, যেমন- ‘পৃথ্বীরাজ’, ‘আতরঙ্গি রে’ এবং ‘বচ্চন পান্ডে’।

About Author