Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেত্রী মানালি দে

স্বাধীনতার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেত্রী মানালি দে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে। অবশ্য আনুষ্ঠানিক ভাবে নয়, বিয়ে হল রেজিস্ট্রির মাধ্যমে। সন্ধ্যায় অভিমন্যুর সঙ্গে ছবি পোস্ট করে এই খবর…

Avatar

স্বাধীনতার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেত্রী মানালি দে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে। অবশ্য আনুষ্ঠানিক ভাবে নয়, বিয়ে হল রেজিস্ট্রির মাধ্যমে। সন্ধ্যায় অভিমন্যুর সঙ্গে ছবি পোস্ট করে এই খবর দেন অভিনেত্রী।

জাকজমক ভাবে নয়, বরং পরনেও ছিল সাদামাটা পোশাক দুজনের। লাল সালোয়ার আর কানে দুল পরা ছিল মানালির, অভিমন্যু পরেছিলেন লাল পাঞ্জাবি। আইনি পদ্ধতির এই বিয়েতে উপস্থিত ছিলেন মানালির দাদু ও বাবা, এবং অভিমন্যুর তরফ থেকে তাঁর বাবা। রেজিস্ট্রি হয়েছে অভিমন্যুর বাড়িতেই। করোনার জন্য এবং সেই সঙ্গে অভিমন্যুর মা মুম্বইয়ে থাকার দরুন এখন আনুষ্ঠানিক বিয়ে থেকে বিরত থাকলেন দুজনে। রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পর আঙুলের কালি দেখিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন মানালি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ‘কালি আমার মা’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে হাতে খড়ি হয় মানালির। ২০১২ সালে গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হলেও ২০১৬ তে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের মধ্যে। অবশ্য সেই বিচ্ছেদ নিয়ে আক্ষেপ কখনো হয় নি মানালির। অভিমন্যুর সঙ্গে বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতেই। সেই বন্ধুত্ব ও পরে প্রেমের আইনি পদ্ধতিতে শুভ পরিণয় সম্পন্ন হল আজ।

About Author