সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিহার বিরুদ্ধে গত মাসেই ১৬ দফার মামলা করেছিলেন সুশান্তের বাবা। এর মধ্যে ছিল আর্থিক তছরুপের অভিযোগও। ইডি সূত্রে জানা যাচ্ছে এই আর্থিক সংক্রান্ত তদন্ত করতে গিয়ে তাদের হাতে এসেছে উল্লেখযোগ্য কিছু তথ্য। তদন্তে জড়িয়ে পড়েছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ড।
জেরার মুখে রিহাই নাকি জানিয়েছেন মালাডের যে ফ্ল্যাটে অঙ্কিতা থাকেন তার ইএমআই ভরতেন সুশান্ত। ইএমআই বাবদ সাড়ে চার কোটি টাকা দিয়ে যাচ্ছিলেন সুশান্ত, অথচ অঙ্কিতাকে ফ্ল্যাট ছাড়তে বলেন নি কখনোই। সূত্র মারফত জানা যাচ্ছে ২০১৩ সাল নাগাদ মালাডের এই ফ্ল্যাট দুজন একসঙ্গে কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন। একসঙ্গেও থাকতেন দুজনে। তবে ২০১৬ তে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসেন সুশান্ত। যদিও রিহার দাবি কতটা সত্যি তা এখনো যাচাই করা হয় নি। এ নিয়ে এ পর্যন্ত মুখ খোলেন নি অঙ্কিতাও। ইডির তরফ থেকে অঙ্কিতার ফ্ল্যাট সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে রিহার দাবি ভুল বলে মন্তব্য করেছে প্রপার্টি কনসালটেন্ট সংস্থা স্কোয়ার ফিট ইন্ডিয়া। সংস্থাটি থেকে বলা হয় সুশান্ত ও অঙ্কিতা একই বিল্ডিংয়ে পাশাপাশি দুটি ফ্ল্যাট কিনেছিলেন। ২০১৩ সালে ১০ই মে তারা ফ্ল্যাট দুটো একসঙ্গে বুকিং করেন। পরে ফ্ল্যাট দুটোর দেওয়াল ভেঙে একটি ফ্ল্যাট করে নেওয়া হয় বলে খবর।
এখন কার দেওয়া তথ্য সঠিক এবং কতটা সঠিক তা নিয়ে তদন্ত শুরু করেছে ইডি।