নিউজরাজ্য

করোনার আবহে এক মাসের জন্য বন্ধ মায়াপুরের ইসকন মন্দির

Advertisement
Advertisement

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মায়াপুরের ইসকন মন্দির। জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত। গতকাল ৯ই আগস্ট বন্ধ করে দেওয়া হয় মায়াপুরের ইসকন মন্দির। যা আগামী একমাসেরও বেশি সময় বন্ধ রাখা হবে, একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে মন্দির কতৃপক্ষ। মায়াপুরের মন্দিরে সমস্ত আবাসিক ভক্তদের করোনার পরীক্ষা করা হয়েছে। আর সেই পরীক্ষার ফলে দেখা গিয়েছে, বেশিরভাগ ভক্তের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি রয়েছে।

Advertisement
Advertisement

আর তার জন্যই ঝুঁকি নেয়নি মন্দির কতৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় মন্দির। দেশ জুড়ে করোনার সংক্রমণ শুরু হওয়ার ফলে লক ডাউন ঘোষণা করা হয়। আর এরপরই ১০৩ দিন টানা বন্ধ রাখা হয় মন্দিরের দরজা। গত ৫ই জুলাই গুরু পূর্ণিমার দিন মন্দিরের দরজা খোলা হয়। সমস্ত প্রোটোকল মেনেই চলে মন্দিরে প্রবেশ ও পুজো দেওয়ার কাজ। ভক্তদের জন্য মন্দিরের ভেতরে ৬ ফুট দূরত্ব রেখে বসার স্থান তৈরি করা হয়। মূল প্রবেশদ্বারে ভক্ত ও দর্শনার্থীদের জন্য থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও ছিল।

Advertisement

তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আগেই ফের বন্ধ করে দেওয়া হল মন্দির। ঝুঁকি নিতে নারাজ মন্দির কতৃপক্ষ। আগামী একমাসেরও বেশি সময় বন্ধ থাকবে মন্দির। মন্দির কতৃপক্ষ যে নতুন নিয়ম জারি করেছে তাতে বলা হয়েছে সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত, বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মূল মন্দিরে যাওয়া যাবে। তবে বেশিক্ষণ থাকা যাবে না।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button